ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

নির্বাচনী আচরণবিধি ভঙ্গ

গাজী-এনামসহ আওয়ামী লীগের চার প্রার্থীকে সতর্ক করলো ইসি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০:০৭ পিএম, ১৪ ডিসেম্বর ২০২৩

নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে নারায়ণগঞ্জ-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম দস্তগীর গাজী, ঢাকা-১৯ আসনের আওয়ামী লীগের প্রার্থী মো. এনামুর রহমানসহ চারজনকে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমানের সই করা পৃথক চিঠিতে সতর্ক করা হয়।

আওয়ামী লীগের বাকি দুই প্রার্থী হলেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও একই আসনে দ্বাদশ সংসদ নির্বাচনের প্রার্থী মৃণাল কান্তি দাস ও গাজীপুর-৫ আসনের প্রার্থী মেহের আফরোজ চুমকি।

গোলাম দস্তগীরকে দেওয়া চিঠিতে বলা হয়, ৩০ নভেম্বর অস্ত্রধারী কর্মীসহ বহুসংখ্যক সমর্থক নিয়ে বিশাল শোভাযাত্রা করে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন। যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর লঙ্ঘন।

চুমকিকে দেওয়া চিঠিতে বলা হয়, ২৯ নভেম্বর শোডাউন করে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন। যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর বিধান লঙ্ঘন করেছেন মর্মে সংশ্লিষ্ট নির্বাচনী অনুসন্ধান কমিটি প্রতিবেদন দাখিল করেছে।

অপরদিকে ডা. মোহাম্মদ এনামকে দেওয়া চিঠিতে বলা হয়, হাজারো কর্মী-সমর্থক নিয়ে মিছিল করে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র দাখিল করে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা লঙ্ঘন করেছেন বলে অনুসন্ধান কমিটি প্রতিবেদন দাখিল করেছে।

মৃণাল কান্তি দাসকে দেওয়া চিঠিতে বলা হয়, ২৭ নভেম্বর মুন্সীগঞ্জ গোলচত্বর এলাকায় সভা-সমাবেশ করেন এবং মোটরসাইকেল ব্যবহার করে শোভাযাত্রা করেন। তখন শত শত নেতাকর্মী সুপার মার্কেট এলাকায় জড়ো হন। যাতে মন্সীগঞ্জ শহরের থানা সড়ক, হাসপাতাল সড়ক ও জেলা মুক্তিযোদ্ধা কার্যালয় সড়ক দিয়ে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হয়। এতে করে ওই এলাকায় প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। ফলে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর বিধান লঙ্ঘন করেছেন মর্মে সংশ্লিষ্ট নির্বাচনী অনুসন্ধান কমিটি প্রতিবেদন দাখিল করেছে।

চিঠিগুলোতে আরও বলা হয়, এ অবস্থায় ভবিষ্যতে নির্বাচনী আচরণ বিধিমালা পালন করার শর্তে সতর্ক করার জন্য কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে।

এসএম/জেডএইচ/জেআইএম