পুরান ঢাকায় জুতার কারখানায় অগ্নিকাণ্ড
রাজধানীর পুরান ঢাকার মাহুতটুলিতে একটি জুতার কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাঁচ ইউনিট।
সোমবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৯টা ২০ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ৯টা ২৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ৯টা ৫২ মিনিটে নিয়ন্ত্রণে আনে দমকলকর্মীরা।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার এ তথ্য জানান।
তিনি বলেন, পুরান ঢাকার মাহুতটুলিতে একতলা ভবনের নিচতলায় জুতার কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
টিটি/এমআরএম/জিকেএস
সর্বশেষ - জাতীয়
- ১ ফুড সেফটি নিশ্চিত না হলে মাছের উৎপাদন বাড়ানোর অর্থ নেই: উপদেষ্টা
- ২ উপকূলে চালু হলো ৭ কোস্টাল রেডিও স্টেশন ও ৭ লাইটহাউজ
- ৩ ১০ দূতাবাসের ৩৮ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানে নতুন কমিটি
- ৪ গণমাধ্যমকর্মীদের এড়িয়ে গেলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
- ৫ সাংবাদিকদের বিরুদ্ধে জনরোষকে অস্ত্র হিসেবে ব্যবহার বিপজ্জনক