ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ড. মুহাম্মদ ইউনূস

পাচার করা অর্থ দেশে গোলযোগ সৃষ্টির কাজে ব্যয় করা হচ্ছে

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ১০:১৪ এএম, ১৬ ডিসেম্বর ২০২৪

পাচার করা অর্থ দেশে গোলযোগ সৃষ্টির কাজে ব্যয় করা হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এখন বাংলাদেশ ব্যাংকের বড় কাজ হলো পাচার করা টাকা দেশে ফিরিয়ে আনা। 

ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী প্রথম মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার (১৬ ডিসেম্বর) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এসব কথা বলেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, ‘আমাদের সরকারের শুরুতেই একটি কমিটি নিয়োগ করেছিলাম। শ্বেতপত্র প্রণয়ন কমিটি। এই কমিটির কাজ ছিল অভ্যুত্থানের পর অর্থনীতি কোন পরিস্থিতিতে যাত্রা শুরু করলো তার একটা দলিল রচনা করা। এতে কী পেলাম, কী পেলাম না, তার একটা চিত্র তুলে ধরার দায়িত্ব দেওয়া হয়েছিল এই কমিটিকে। ড. দেবপ্রিয়ের সভাপতিত্বে গঠিত ১২ সদস্যের শ্বেতপত্র প্রণয়ন কমিটি নির্ধারিত সময়ে এই কঠিন কাজ সম্পন্ন করে আমাদের কাছে ৪০০ পৃষ্ঠার একটা বিস্তারিত রিপোর্ট পেশ করেছে।’

দেশের মানুষ হতভম্ব হয়ে গেছে

‘রিপোর্ট পড়ে দেশের মানুষ হতভম্ব হয়ে গেছে’ উল্লেখ করে ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘দেশে বিদেশে অনেক প্রতিষ্ঠান ও ব্যক্তি গভীর আগ্রহ নিয়ে এই রিপোর্টটি সংগ্রহ করছে। দেশের মধ্যে পত্র-পত্রিকা, সেমিনার, আলোচনা সভা, টেলিভিশনে এই নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে। ফ্যাসিবাদী সরকার দেশের অর্থনীতিকে ভেঙে দিয়ে গেছে এটা সবাই বুঝতে পারছিল। কিন্তু অর্থনীতিকে কী পরিমাণ ধ্বংসস্তূপে পরিণত করে দিয়ে গেছে তার পরিমাপ সম্বন্ধে কোনো ধারণা করতে পারছিল না। শ্বেতপত্র প্রণয়ন কমিটি হিসেব-নিকেশ করে এর পরিমাণ বের করে দিয়েছে।’

‘এই রিপোর্ট পড়ে সকলে অবিশ্বাস্য চোখে একে অপরের দিকে তাকাচ্ছে। কারো মুখে কথা বের হচ্ছে না। দিন-দুপুরে সকলের সামনে থেকে হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে পাচার করে নিয়ে গেছে। কেউ বলার ছিল না। কেউ দেখার ছিল না। যারা নিয়ে গেছে তাদেরকে কেউ বাধা দেয়নি। বরং সর্বস্তরে সবাই আগ্রহ সহকারে তাদের সঙ্গে সহযোগিতা করেছে। কারণ তারা সব আপন লোক। বিশাল বিশাল প্রকল্প নেয়া হয়েছে ঋণের টাকায়। এসব প্রকল্পের মোড়কে বিশাল বিশাল অর্থ লুটপাট করেছে। প্রকৃত ব্যয়ের চাইতে কত বেশি ব্যয় ধরে কাদের হাতে টাকাটা পাচার করে দেওয়া হয়েছে তাও এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।’

অর্থ লুট করে বিদেশে ভোগ বিলাসে ব্যয় করেছে

ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘শ্বেতপত্র প্রণয়ন কমিটি তাদের প্রতিবেদনে তুলে ধরেছে যে বার্ষিক উন্নয়ন ব্যয়ের প্রায় অর্ধেক টাকাই লুটপাট হয়েছে। দেশে এমন ধরনের পোষ্যতোষী পুঁজিবাদ তৈরি করা হয়েছিল যার সুবিধাভোগী ছিল স্বৈরাচার ও তার সহযোগীরা। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে নির্দিষ্ট কিছু গোষ্ঠীকে সুবিধা দিতে যে পরিমাণ কর ছাড় দেওয়া হয়েছে, সেটা অর্ধেকে নামিয়ে আনা গেলে দেশের শিক্ষা বাজেট দ্বিগুণ, স্বাস্থ্য বাজেট তিনগুণ করা সম্ভব ছিল।’

‘পাচার করা এই টাকা আপনাদেরই টাকা। তারা প্রকাশ্যে আপনাদের কষ্টার্জিত অর্থ লুট করে বিদেশে ভোগ বিলাসে ব্যয় করেছে।’

প্রধান উপদেষ্টা বলেন, ‘সম্প্রতি গার্ডিয়ান পত্রিকাতেও পাচার করা টাকায় গড়ে তোলা সম্পদের পাহাড় নিয়ে একটা সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়েছে। পাচার করা এই সীমাহীন অর্থ এখন আবার দেশে গোলযোগ সৃষ্টি করে তারা এদেশে ফিরে আসার সুযোগ সৃষ্টির কাজে ব্যয় করছে। আপনারা দেখতেই পাচ্ছেন এ টাকা কীভাবে দেশের সংহতির বিরুদ্ধে সকল প্রকার অপপ্রচারের কাজে লাগানো হচ্ছে।’

‘প্রতিবছর অর্থনৈতিক প্রবৃদ্ধির যে হার দেখানো হয়েছে সেটাও মনগড়া। দেশকে এবং পৃথিবীকে বলা হচ্ছিল কী সুন্দর দেশ বাংলাদেশ, লাফিয়ে লাফিয়ে তার উন্নয়ন এগিয়ে চলছে।’

পাচার করা টাকা দেশে ফিরিয়ে আনা

প্রধান উপদেষ্টা বলেন, ‘এখন বাংলাদেশ ব্যাংকের বড় কাজ হলো পাচার করা টাকা দেশে ফিরিয়ে আনা। তারা তাদের সর্বোচ্চ ক্ষমতা দিয়ে সেটা চেষ্টা করছে। কাজটা কঠিন, কারণ এ বিষয়ক আইন কঠিন। আমরা বাংলাদেশ ব্যাংককে সাহস ও সমর্থন দিয়ে যাচ্ছি। বারবার বলছি অন্তর্বর্তী সরকারের আমলে আংশিক টাকা হলেও যেন ফেরত আনা যায়।’

নতুন বাংলাদেশ গড়ার সংকল্পে অটুট আছি

ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘যখন পরাজিত শক্তি নড়েচড়ে ওঠার চেষ্টা করছিল, সকল রাজনৈতিক দলের এবং সকল ধর্মের শীর্ষ ব্যক্তিদের এবং ছাত্রদের সমাবেশের মাধ্যমে এক কণ্ঠে সজোরে ঘোষণা দিয়েছিল আমরা যে নিরেট ঐক্যের মাধ্যমে অভ্যুত্থান করেছি সেই ঐক্য আরও জোরদার হয়েছে। চার মাসের ব্যবধানে আমাদের ঐক্য কোথাও শিথিল হয়নি। নতুন বাংলাদেশ গড়ার সংকল্পে আমরা অটুট আছি।’

‘বহির্বিশ্বে চাতুর্যপূর্ণ প্রচারণা দিয়ে যারা আমাদের মধ্যে দূরত্ব সৃষ্টির চেষ্টা করছে, তারা দূরত্ব সৃষ্টি তো করতে পারেইনি, বরং সারা জাতিকে সগৌরবে উচ্চকণ্ঠে তার ঐক্যকে পৃথিবীর সামনে তুলে ধরতে উজ্জীবিত করেছে।’

অপপ্রচারের বিরুদ্ধে সত্যই হোক আমাদের হাতিয়ার

পরাজিত শক্তি তাদের পরাজয় কিছুতেই মেনে নিতে পারছে না জানিয়ে ড. মুহাম্মদ ইউনূস বলেন, তারা প্রতিদিন দেশের ভেতরে এবং বাইরে থেকে জনতার অভ্যুত্থানকে ব্যর্থ করার জন্য বিপুল অর্থব্যয়ে নানা ভঙ্গিতে তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছে। পাচার করা হাজার হাজার কোটি টাকা তাদের আয়ত্তে রয়েছে। তাদের সুবিধাভোগীরা সর্বত্র ছড়িয়ে আছে। আমাদের ঐক্য অটুট থাকলে তারা আমাদেরকে আমাদের লক্ষ্য অর্জন থেকে ব্যর্থ করতে পারবে না। সজাগ থাকুন। নিজের লক্ষ্যকে জাতির লক্ষ্যের সঙ্গে একীভূত করুন। পৃথিবীর কোনো শক্তিই আমাদেরকে আমাদের লক্ষ্য অর্জন থেকে বিচ্যুত করতে পারবে না। আমি দেশের গণমাধ্যমকর্মী ও জনগণের প্রতি আহ্বান জানাই, বিশ্বের কাছে দেশের প্রকৃত চিত্র তুলে ধরুন। অপপ্রচারের বিরুদ্ধে সত্যই হোক আমাদের হাতিয়ার।’

‘জাতির এই নিরেট ঐক্য এই বছরের বিজয় দিবসকে স্মরণীয় করে রাখবে। ইতিহাসের অনন্য স্থানে প্রতিষ্ঠিত করে রাখবে। এই ঐতিহাসিক অর্জনের জন্য দলমত নির্বিশেষে দেশের সকল তরুণ-তরুণী, যুবক-যুবতী, বৃদ্ধ-বৃদ্ধা সবাইকে আমার অভিনন্দন জানাচ্ছি। এই ঐক্যের জোরে আমরা আমাদের সকল সমস্যার দ্রুত সমাধান নিশ্চিত করতে পারবো।’

এমএইচআর/এমএমএআর/জেআইএম

টাইমলাইন

  1. ০৭:০৬ পিএম, ১৬ ডিসেম্বর ২০২৪ ঢাকা বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবস উদযাপিত
  2. ০৭:০৪ পিএম, ১৬ ডিসেম্বর ২০২৪ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় বিজয় উৎসব অনুষ্ঠিত
  3. ০৬:৫৬ পিএম, ১৬ ডিসেম্বর ২০২৪ ‘বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করাই হোক বিজয় দিবসের মূলমন্ত্র’
  4. ০৬:৪০ পিএম, ১৬ ডিসেম্বর ২০২৪ বাউফলে বিজয় র‌্যালিকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ
  5. ০৫:১৮ পিএম, ১৬ ডিসেম্বর ২০২৪ বিজয় দিবসে কোস্ট গার্ডের ৭ জাহাজ ঘুরে দেখলেন সাধারণ মানুষ
  6. ০৪:০৯ পিএম, ১৬ ডিসেম্বর ২০২৪ তারুণ্যের ভাবনায় বিজয়
  7. ১২:০৮ পিএম, ১৬ ডিসেম্বর ২০২৪ কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে বিজয় দিবস উদযাপন
  8. ১২:০১ পিএম, ১৬ ডিসেম্বর ২০২৪ স্বপ্নের বাংলাদেশ গড়তে শপথ হোক ঐক্যের
  9. ১১:৫৪ এএম, ১৬ ডিসেম্বর ২০২৪ বিজয়ের দিনে সাজুন লাল-সবুজে
  10. ১১:১২ এএম, ১৬ ডিসেম্বর ২০২৪ বিজয় র‌্যালিতে অংশ নিতে শহীদ মিনারে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা
  11. ১১:০৮ এএম, ১৬ ডিসেম্বর ২০২৪ জাতির শ্রেষ্ঠতম আনন্দঘন দিন ১৬ ডিসেম্বর: অলি আহমদ
  12. ১০:৩১ এএম, ১৬ ডিসেম্বর ২০২৪ এই ভূখণ্ডের নাম কীভাবে ‘বাংলাদেশ’ হলো?
  13. ১০:২৮ এএম, ১৬ ডিসেম্বর ২০২৪ বিজয়ের দিনে শপথ হোক সাম্যের বাংলাদেশ গড়ার
  14. ১০:১৪ এএম, ১৬ ডিসেম্বর ২০২৪ পাচার করা অর্থ দেশে গোলযোগ সৃষ্টির কাজে ব্যয় করা হচ্ছে
  15. ০৯:৫৫ এএম, ১৬ ডিসেম্বর ২০২৪ মজলুমের বিজয়ের দিন
  16. ০৯:৫১ এএম, ১৬ ডিসেম্বর ২০২৪ বিজয় দিবসে দেশবাসীকে টাইগারদের জয় উপহার
  17. ০৯:৪৯ এএম, ১৬ ডিসেম্বর ২০২৪ রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে স্বরাষ্ট্র উপদেষ্টা-আইজিপির শ্রদ্ধা
  18. ০৯:৪২ এএম, ১৬ ডিসেম্বর ২০২৪ স্বাধীনতা যুদ্ধের সঠিক ইতিহাস লেখা হয়নি: বদরুদ্দীন উমর
  19. ০৯:২৯ এএম, ১৬ ডিসেম্বর ২০২৪ বিজয়ের ৫৩ বছরে বাংলাদেশ
  20. ০৯:২৫ এএম, ১৬ ডিসেম্বর ২০২৪ বিজয় দিবসে পোলাও-মাংস ছাড়াও কোমলপানীয় পাবেন কারাবন্দিরা
  21. ০৯:২৩ এএম, ১৬ ডিসেম্বর ২০২৪ ২৪’র বিজয় পূর্ণতা দিয়েছে স্বাধীনতাকে: উপদেষ্টা নাহিদ ইসলাম
  22. ০৯:০৩ এএম, ১৬ ডিসেম্বর ২০২৪ তোপ ধ্বনিতে বীর শহীদদের গান স্যালুট
  23. ০৮:৪২ এএম, ১৬ ডিসেম্বর ২০২৪ জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
  24. ০৮:৩৪ এএম, ১৬ ডিসেম্বর ২০২৪ জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
  25. ০৮:১৬ এএম, ১৬ ডিসেম্বর ২০২৪ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
  26. ০৫:১৮ এএম, ১৬ ডিসেম্বর ২০২৪ বিজয় দিবসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি
  27. ০৫:১৪ এএম, ১৬ ডিসেম্বর ২০২৪ বিজয় দিবসে সেনাবাহিনীর ৫০ সদস্য পেলেন অনারারি কমিশন
  28. ০৪:৪৩ এএম, ১৬ ডিসেম্বর ২০২৪ বিজয়ের ৫৩ বছরেও ‘অপূর্ণতা’
  29. ০৪:২১ এএম, ১৬ ডিসেম্বর ২০২৪ বিজয়ের বর্ণিল সাজে সেজেছে রাজধানী
  30. ০৩:১৬ এএম, ১৬ ডিসেম্বর ২০২৪ বিজয় দিবস ঘিরে বর্ণিল সাজে সুপ্রিম কোর্ট
  31. ০২:২৬ এএম, ১৬ ডিসেম্বর ২০২৪ স্বাধীনতার সুফল পেতে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে
  32. ১২:৪৯ এএম, ১৬ ডিসেম্বর ২০২৪ মহান বিজয় দিবস আজ
  33. ১২:০৩ এএম, ১৬ ডিসেম্বর ২০২৪ বিজয় দিবস সার্বভৌমত্ব রক্ষা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণে শপথের দিন