ভূমিকম্প: জীবন রক্ষাকারী উপায় পূর্বপ্রস্তুতি
বাংলাদেশ ভূমিকম্প ঝুঁকিতে রয়েছে-এ কথা বিশেষজ্ঞরা জোর দিয়েই বলছেন। শুক্রবারের ভূমিকম্পে বিষয়টি আরও স্পষ্ট হল। এবার ভূমিকম্প ঘাড়ে নিঃশ্বাস ফেলে গেল। শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এটাকে দেশের ইতিহাসে স্মরণকালের সবচেয়ে বড় ভূমিকম্প বলে উল্লেখ করেছেন ভূমিকম্প বিশেষজ্ঞরা। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৭। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) মাত্রা দেখাচ্ছে ৫ দশমিক ৫। ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদীতে, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।
শুক্রবার ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি বিশ্লেষণ করে ভূমিকম্প বিশেষজ্ঞ অধ্যাপক হুমায়ুন আখতার গণমাধ্যমকে বলেন, আমাদের দেশ তো ভূমিকম্পপ্রবণ। আজকের ভূমিকম্প এত বড় ঝাঁকুনি ও শক্তিশালী হওয়ার কারণ হলো দেশের পূর্ব প্রান্তটা হচ্ছে বার্মা প্লেট , পশ্চিমটা হচ্ছে ইন্ডিয়ান প্লেট; এই সংযোগস্থলে ভূমিকম্প হয়েছে। এবং এই সংযোগটা এতদিন আটকে ছিল। এখন এই সংযোগটা আজকে ৫.৭ মাত্রার ভূমিকম্পে খুলে গেছে। অর্থাৎ আটকানোটা বা লকটা খুলে গেছে।
তিনি বলেন, এখন সামনে আরও বড় ভূমিকম্প হতে পারে। আজকের এই ভূমিকম্প সেই সতর্কবাণী দিচ্ছে। প্লেট যেটা আটকে ছিল, সেটা আটকানো অবস্থা থেকে খুলে যাচ্ছে। ভবিষ্যতে এই অঞ্চলে আরও বড় ভূমিকম্প হবে। যেটা আমরা ২০১৬ সাল থেকে বলে আসছি।
সতর্কতার বিষয় এই যে, বাংলাদেশ ভূমিকম্প ঝুঁকিতে রয়েছে- এটি বিশেষজ্ঞরা জোর দিয়েই বলছেন। এজন্য আমাদের করণীয় এবং প্রস্তুতির কথাটিও বারবার উচ্চারিত হয়েছে। কিন্তু আমরা তো ঘাড়ে এসে না পড়লে সেটির দিকে নজর দেই না। ফলে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আমাদের উদাসীনতার বিষয়টি স্পষ্ট। কিন্তু ভূমিকম্প এমন একটি দুর্যোগ যার পূর্বাভাস জানার সুযোগ কম। ফলে ভূমিকম্পজনিত ক্ষয়ক্ষতি থেকে বাঁচতে হলে সম্ভাব্য সব ধরনের প্রস্তুতি রাখাই হচ্ছে উত্তম।
ভূমিকম্প এমন একটি প্রাকৃতিক দুর্যোগ, যার পূর্বাভাস আগে থেকে জানা যায় না। এছাড়া একে আটকানোর কোনো পথ নেই। এ অবস্থায় সচেতনতা ও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া ছাড়া কোনো গত্যন্তর নেই। বিশেষ করে সময় থাকতেই এ ব্যাপারে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে হবে। লালনের গানের শরণ নিয়ে বলতে হয়- ‘সময় গেলে সাধন হবে না।’
প্রকৃতি আমাদের বার বার সতর্ক করছে। কিন্তু আমরা সাবধান হচ্ছি না। ফলে ভয়াবহ ক্ষয়ক্ষতির আশঙ্কা আমাদের ঘিরে রাখছে। আতঙ্কগ্রস্ত করে তুলছে। ভূমিকম্পপ্রবণ অঞ্চল হওয়ায় বাংলাদেশ রয়েছে মারাত্মক ঝুঁকিতে। বিল্ডিং কোড মেনে না চলা, বন উজাড়, পাহাড় কেটে ধ্বংস করাসহ নানা উপায়ে আমরা যেন ভূমিকম্প নামক মহাবিপদকে ডেকে আনছি।
এক পরিসংখ্যানে জানা গেছে, সারাদেশে ঝুঁকিপূর্ণ ভবনের সংখ্যা লক্ষাধিক। একই সঙ্গে পার্শ্ববর্তী দেশগুলোতে ভূমিকম্পের কারণে সৃষ্ট ভূকম্পনেও বাংলাদেশের ক্ষয়ক্ষতি হতে পারে বলেও বিশ্লেষকরা বলছেন। এক্ষেত্রে নতুন ভবন নির্মাণে সরকারি তদারকি আরও বাড়ানো প্রয়োজন।
রাজধানীতে দিন দিন বাড়ছে আকাশচুম্বী অট্টালিকার সংখ্যা। অল্প জায়গায় এত বড় বড় স্থাপনা ভূমিকম্পের ঝুঁকি আরও বাড়িয়ে দিচ্ছে। শুধু তাই নয়, বিল্ডিং কোড না মেনে তৈরি করা হচ্ছে ভবন। এতে স্বল্পমাত্রার কম্পনেই ভেঙে পড়তে পারে অনেক ভবন।
এছাড়া ভূমিকম্প-পরবর্তী দুর্যোগ মোকাবিলায়ও প্রয়োজনীয় প্রস্তুতি নিতে হবে। তৈরি করতে হবে স্বেচ্ছাসেবক বাহিনী। জনসচেতনতার জন্য চালাতে হবে ব্যাপক প্রচারণা। সবচেয়ে বড় কথা হচ্ছে, প্রাকৃতিক দুর্যোগ ভূমিকম্প রোধ করা সম্ভব নয়, তবে আমরা নিজেরাই যেন ক্ষয়ক্ষতির ঝুঁকি না বাড়াই সে বিষয়ে সতর্ক থাকার কোনো বিকল্প নেই।
ভেতরে ও বাইরে থেকে ভূমিকম্প সৃষ্টির প্রবণতা বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে দেশ ভয়াবহ ভূমিকম্প ঝুঁকিতে রয়েছে বলে বিশেষজ্ঞরা বলছেন। এসব ভূমিকম্পের মধ্যে মাঝারি থেকে বড় মাত্রার ভূমিকম্পও রয়েছে। যদিও এখন পর্যন্ত এসব ভূমিকম্পে বড় মাত্রার কোনো ক্ষয়ক্ষতি হয়নি। না হলেও দেশের চারদিকে ভয়াবহ ভূমিকম্পবলয় তৈরি হয়েছে। বিশেষ করে উত্তর ও উত্তর-পূর্ব ভারত বাংলাদেশের জন্য অশনিসংকেত হিসেবে দেখা দিয়েছে। এসব এলাকা থেকে প্রায় সময়ই মাঝারি মাত্রার ভূমিকম্পের উৎপত্তি হচ্ছে। এর আঘাত সরাসরি এসে পড়ছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ওপর।
অতীতের মতো সাম্প্রতিককালেও এসব এলাকা থেকে বড় ভূমিকম্প সৃষ্টি হওয়ার নজির রয়েছে। বিশেষ করে সিকিম, উত্তর-পূর্বে আসাম ও এর আশপাশের এলাকা থেকে এখন প্রায়ই ভূমিকম্প সৃষ্টি হচ্ছে। সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ঘন ঘন ভূমিকম্পের কারণে বিশেষজ্ঞরা বলছেন, বড় ধরনের ভূমিকম্প সংঘটিত হওয়ার জন্য দেশের ভেতরে ও বাইরে ভূ-অভ্যন্তরে অধিক শক্তি জমা হয়েছে। যেকোনো মুহূর্তের ভূমিকম্পের মাধ্যমে তা বের হয়ে আসবে।
ভূমিকম্প এমন একটি প্রাকৃতিক দুর্যোগ, যার পূর্বাভাস আগে থেকে জানা যায় না। এছাড়া একে আটকানোর কোনো পথ নেই। এ অবস্থায় সচেতনতা ও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া ছাড়া কোনো গত্যন্তর নেই। বিশেষ করে সময় থাকতেই এ ব্যাপারে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে হবে। লালনের গানের শরণ নিয়ে বলতে হয়- ‘সময় গেলে সাধন হবে না।’
দুই.
ভূমিকম্পের সময় বেঁচে থাকার সর্বোত্তম উপায় হল পূর্বপ্রস্তুতি রাখা এবং সঠিক জরুরি নির্দেশিকা অনুসরণ করা। ভূমিকম্পের সময় ও পরে নিজেকে সুরক্ষিত রাখতে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচে দেওয়া হলো:
ভূমিকম্পের সময় করণীয়-
ভূমিকম্প শুরু হলে শান্ত থাকুন এবং অবিলম্বে "ড্রপ, কভার এবং হোল্ড অন" (Drop, Cover, and Hold On) পদ্ধতি অনুসরণ করুন:
ড্রপ (Drop): মেঝেতে হাঁটু গেড়ে বসে পড়ুন। এটি আপনাকে কম্পনের সময় ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে।
কভার (Cover): মাথা ও ঘাড়কে দুই হাত দিয়ে ঢেকে রাখুন এবং একটি মজবুত টেবিল বা ডেস্কের নিচে আশ্রয় নিন। যদি কাছাকাছি এমন কিছু না থাকে, তবে ঘরের ভেতরের দিকের একটি দেওয়ালের পাশে বসুন।
হোল্ড অন (Hold On): টেবিল বা ডেস্কটিকে শক্ত করে ধরে রাখুন এবং কম্পন বন্ধ না হওয়া পর্যন্ত সেখানেই থাকুন।
অন্যান্য সতর্কতা:
বাইরে থাকলে: ভবন, গাছপালা, বিদ্যুতের খুঁটি বা ইউটিলিটি তার থেকে দূরে খোলা জায়গায় চলে যান।
গাড়িতে থাকলে: গাড়িটি ধীরে ধীরে থামান এবং ভেতরেই থাকুন। ভবন, গাছ বা ফ্লাইওভার থেকে দূরে থাকুন।
উঁচু ভবনে থাকলে: জানালা থেকে দূরে থাকুন। লিফট ব্যবহার করবেন না, সিঁড়ি ব্যবহার করুন।
ভূমিকম্পের পরের পদক্ষেপ
ক্ষতিগ্রস্ত এলাকা এড়িয়ে চলুন: সাবধানে সরুন এবং ভেঙে পড়া ভবন, ঝুলে থাকা তার বা ফাটল ধরা রাস্তা এড়িয়ে চলুন।
আহতদের সাহায্য করুন: যদি সম্ভব হয় তবে আহতদের প্রাথমিক চিকিৎসা দিন এবং জরুরি পরিষেবাকে খবর দিন।
রেডিও শুনুন: ব্যাটারিচালিত রেডিওর মাধ্যমে জরুরি খবর ও নির্দেশিকা শুনুন।
ফায়ার সার্ভিসের নির্দেশিকা: বাংলাদেশের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভূমিকম্প বিষয়ক নির্দেশিকা অনুসরণ করুন।
পূর্বপ্রস্তুতি
ভূমিকম্পের ঝুঁকি কমানোর জন্য আগে থেকেই প্রস্তুতি রাখা জরুরি:
জরুরি কিট (Emergency Kit): একটি জরুরি কিট তৈরি রাখুন যাতে পানি, শুকনো খাবার, টর্চলাইট, ব্যাটারি, প্রাথমিক চিকিৎসা কিট, ওষুধ এবং প্রয়োজনীয় কাগজপত্র থাকে।
পারিবারিক পরিকল্পনা: পরিবারের সদস্যদের সাথে পরিকল্পনা করুন যে ভূমিকম্পের সময় কে কোথায় আশ্রয় নেবে এবং পরবর্তীতে কোথায় মিলিত হবেন।
বিল্ডিং কোড অনুসরণ: নিশ্চিত করুন যে আপনার বাড়ি বা ভবনটি যথাযথ বিল্ডিং কোড মেনে তৈরি করা হয়েছে।
সরঞ্জাম সুরক্ষিত রাখা: ভারী আসবাবপত্র, ফ্রিজ, আলমারি ইত্যাদি দেওয়ালের সাথে ভালোভাবে সুরক্ষিত রাখুন যাতে কম্পনের সময় তা গড়িয়ে না পড়ে।
তিন.
বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ অনেক দূর অগ্রসর হলেও এটা অস্বীকার করার উপায় নেই যে ভূমিকম্পকে মোকাবিলা করার মতো প্রস্তুতিতে আমাদের যথেষ্ট ঘাটতি রয়েছে। আমরা দেখেছি ঢাকার অদূরে রানা প্লাজা ধসে সহস্রাধিক পোশাকশ্রমিকের মর্মান্তিক মৃত্যু। কেউ বা চিরতরে বরণ করেছেন পঙ্গুত্ব। এই একটি মাত্র ভবনের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে উদ্ধার অভিযান শেষ করতে দেড় মাসেরও বেশি সময় লেগে যায়। আর যদি রাজধানী ঢাকায় ভূমিকম্প আঘাত হানে তাহলে উদ্ধার অভিযান কী ভয়ানক রূপ নিতে পারে-তা ভাবতেও গা শিউরে ওঠে। বঙ্গবাজারের সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনায়ও আমরা দেখলাম আশেপাশে প্রয়োজনীয় পানি না থাকা, রাস্তা সরু হওয়ায় ফায়ার সার্ভিসকে যথেষ্ট বেগ পেতে হয়েছে আগুন নেভাতে।
ভূমিকম্পের বেলায় সমস্যাটি আরও প্রকট আকার ধারণ করবে-সেটি বলার অপেক্ষা রাখেনা। ভূমিকম্প হলে শুধু ভবন ধসই হবে না-বিদ্যুৎ, পানি, গ্যাসসহ সেবামূলক সংস্থার কাজও মারাত্মকভাবে ভবে ক্ষতিগ্রস্ত হবে। বিঘ্নিত হবে চিকিৎসা। অর্থ্যাৎ নানামুখী সংকটে বেঁচে থাকাটাই কঠিন হবে। এক জায়গায় অধিক মানুষ বাস করার ফলে ঢাকা শহর এমনিতেই নানা ঝুঁকির মধ্যে। পানির স্তর নিচে নেমে গেছে। অনেক নিন্মাঞ্চল আছে যেগুলোতে অনেক সময় বিল্ডিং দেবে বা হেলে যাচ্ছে। এ অবস্থায় পরিকল্পিত নগরীর বিষয়টি আবারও সামনে চলে আসছে। নিয়মনীতির বাইরে যেন কেউ ভবন তৈরি না করতে পারে-সেটি নিশ্চিত করার কথা বলা হচ্ছে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ-রাজউককে আরও সক্রিয় হতে হবে। জবাবদিহিতার মধ্যে নিয়ে আসতে হবে তাদের কার্যক্রম।
ভূমিকম্প এমন একটি প্রাকৃতিক দুর্যোগ যেটি ঠেকানোর কোনো উপায় নেই। কিন্তু এর সম্ভাব্য ক্ষয়ক্ষতি থেকে কীভাবে রক্ষা পেতে পারি সেটি নিয়ে ভাবাটাই সবচেয়ে জরুরি। যথেষ্ট প্রস্তুতি থাকলে ভূমিকম্পের ক্ষয়ক্ষতির পরিমাণ কমানো যায় আর এজন্য প্রয়োজন জনসচেতনতা বৃদ্ধি করা। জাতীয় উদ্যোগ নিতে হবে ভূমিকম্পের সময় ও তারপর কী করণীয় সে সম্পর্কে মানুষকে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে। ভূমিকম্প মোকাবিলায় প্রয়োজন সরকারি ও বেসরকারি পর্যায়ে ব্যাপক প্রচারাভিযান। সরকারি উদ্যোগে ফায়ার সার্ভিস, ভূমিকম্প ব্যবস্থাপনা বাহিনী ও স্বেচ্ছাসেবক বাহিনীকে প্রশিক্ষণের মাধ্যমে সবসময় প্রস্তুত রাখতে হবে। ভূমিকম্পের সময় দালান ভেঙে পড়ে বেশি মানুষের ক্ষতি হয়। তাই নির্মাণাধীন বাড়িগুলো বিল্ডিং কোড মেনে তৈরি করা হচ্ছে কি না কর্তৃপক্ষকে সে ব্যাপারে তদারকি জোরদার করতে হবে।
ভূমিকম্প নিয়ে গবেষণা কার্যক্রম জোরদার করতে হবে। কী করলে আমরা এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে পারি তার সর্বোত্তম উপায় খুঁজে বের করতে হবে। আধুনিক যন্ত্রপাতিও সংগ্রহ করতে হবে উদ্ধার অভিযানের। সংগৃহীত যন্ত্রপাতি যাতে নষ্ট হয়ে না যায় সে জন্য মাঝে মধ্যে মহড়া পরিচালনা করতে হবে। এভাবে একটি প্রশিক্ষিত স্বেচ্ছাসেবী উদ্ধারবাহিনী গড়ে তোলাও সম্ভব।
উপকূলীয় এলাকা, যেখানে সুনামি, ভূমিকম্প- সব ধরনের প্রাকৃতিক দুর্যোগে ক্ষতির আশঙ্কা বেশি থাকে, সেখানে তৈরি করতে হবে অনেক আশ্রয়কেন্দ্র, যাতে মানুষ বিপদের সংকেত পাওয়া মাত্রই আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতে পারে। মানুষকে বোঝাতে হবে যে ভূমিকম্প হলে উত্তেজিত না হয়ে সাবধানে সতর্কতা অবলম্বন করা জরুরি হবে। মানুষের জানমাল রক্ষায় এর কোনো বিকল্প নেই।
লেখক: সাংবাদিক, কলামিস্ট। ডেপুটি এডিটর, জাগো নিউজ।
[email protected]
এইচআর/এএসএম
টাইমলাইন
- ০৯:২৪ পিএম, ২২ নভেম্বর ২০২৫ ভূমিকম্প আতঙ্কে পড়ছে না শিক্ষার্থীরা, পরীক্ষা স্থগিতের দাবি
- ০১:১৪ পিএম, ২২ নভেম্বর ২০২৫ নরসিংদীজুড়ে ভূমিকম্পের চিহ্ন, ফেটে ৭-৮ ইঞ্চি ফাঁকা হয়ে গেছে মাটি
- ০১:০৮ পিএম, ২২ নভেম্বর ২০২৫ ভূমিকম্পের পর মাথা ঘোরে কেন? কী করবেন
- ০৯:১১ এএম, ২২ নভেম্বর ২০২৫ ভূমিকম্প ঝুঁকি ও বাংলাদেশ: আমরা কতটা প্রস্তুত?
- ০৫:৪৩ এএম, ২২ নভেম্বর ২০২৫ ভূমিকম্পে হতাহতদের আর্থিক সহায়তা দেবে ঢাকা জেলা প্রশাসন
- ০৪:৩১ এএম, ২২ নভেম্বর ২০২৫ ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণে শেকৃবির কমিটি
- ০২:৫৯ এএম, ২২ নভেম্বর ২০২৫ নিটোরে ভূমিকম্পে আহত ৯০ জনের চিকিৎসা, ভর্তি ১৮
- ০১:৪৫ এএম, ২২ নভেম্বর ২০২৫ ভূমিকম্পে আহতদের চিকিৎসায় বিএমইউ’র জরুরি প্রস্তুতি
- ১২:০৩ এএম, ২২ নভেম্বর ২০২৫ ভূমিকম্প আতঙ্কে হল থেকে লাফ, ঢাবিতে ২১ শিক্ষার্থী গুরুতর আহত
- ১১:২৮ পিএম, ২১ নভেম্বর ২০২৫ ভূমিকম্পে হেলে পড়েছে সাবেক মেয়র মনজুরের সাততলা ভবন
- ১০:৩৪ পিএম, ২১ নভেম্বর ২০২৫ ঢামেকের জরুরি বিভাগে ৬৩ রোগী, আইসিইউতে ১ জনের মৃত্যু
- ০৯:৩২ পিএম, ২১ নভেম্বর ২০২৫ নিয়ম মেনে বহুতল ভবন নির্মাণ কঠোরভাবে তদারকি করতে হবে
- ০৯:২০ পিএম, ২১ নভেম্বর ২০২৫ ভূমিকম্পে প্রাণ গেলো ১০ জনের
- ০৯:০০ পিএম, ২১ নভেম্বর ২০২৫ নরসিংদীতে ভূমিকম্পে বাবা-ছেলেসহ নিহত ৫
- ০৮:৫৯ পিএম, ২১ নভেম্বর ২০২৫ নিচে নেমেও হলো না শেষ রক্ষা, রেলিং ধসে নিরাপত্তাকর্মীর মৃত্যু
- ০৮:৩৮ পিএম, ২১ নভেম্বর ২০২৫ ঘোড়াশাল সাবস্টেশনসহ ৭ বিদ্যুৎকেন্দ্র ফের চালু, স্বাভাবিক সরবরাহ
- ০৮:১৬ পিএম, ২১ নভেম্বর ২০২৫ ছেলের মৃত্যুর ৫ ঘণ্টা পর বাবাও চলে গেলেন না ফেরার দেশে
- ০৭:৫১ পিএম, ২১ নভেম্বর ২০২৫ ‘শুক্রবার না হয়ে অন্যদিন হলে হতাহতের সংখ্যা কয়েকগুণ বেশি হতো’
- ০৭:৩৫ পিএম, ২১ নভেম্বর ২০২৫ ভূমিকম্পের ক্ষতি নির্ভর করবে অবকাঠামো কীভাবে তৈরি করেছি তার ওপর
- ০৬:৩২ পিএম, ২১ নভেম্বর ২০২৫ নরসিংদীতে ভূমিকম্পে নিহত ৪, আহত অর্ধশতাধিক, বিদ্যুৎকেন্দ্রে আগুন
- ০৬:২১ পিএম, ২১ নভেম্বর ২০২৫ ভূমিকম্পের সময় মাঠের অভিজ্ঞতা কেমন ছিল, জানালেন তাইজুল
- ০৬:১৮ পিএম, ২১ নভেম্বর ২০২৫ ভূমিকম্পের সময় চলছিল শাকিবের শুটিং, আতঙ্কিতদের যা বললেন তিনি
- ০৫:৫৭ পিএম, ২১ নভেম্বর ২০২৫ নারায়ণগঞ্জে ভূমিকম্পে বৈদ্যুতিক তারের ঘর্ষণে তুলা কারখানায় আগুন
- ০৫:৪২ পিএম, ২১ নভেম্বর ২০২৫ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে বিএনপি: ফখরুল
- ০৪:৪৩ পিএম, ২১ নভেম্বর ২০২৫ ভূমিকম্পে ঘোড়াশালের সাবস্টেশনসহ ৭ বিদ্যুৎকেন্দ্র বন্ধ
- ০৪:৪১ পিএম, ২১ নভেম্বর ২০২৫ ঢাবির ঝুঁকিপূর্ণ হলে বসবাস, নীতিনির্ধারকদের ঘুম ভাঙবে কবে?
- ০৪:৩৮ পিএম, ২১ নভেম্বর ২০২৫ নিউমার্কেটের ভাইরাল ভবনটি ভূমিকম্পে হেলে পড়েনি, নকশাই এমন
- ০৪:৩০ পিএম, ২১ নভেম্বর ২০২৫ ভূমিকম্পে শাহজালাল বিমানবন্দরে খসে পড়লো বিমের পলেস্তারা
- ০৪:০৮ পিএম, ২১ নভেম্বর ২০২৫ মাংস কিনতে গিয়ে মারা যান বাবা-ছেলে, মর্গে স্বজনদের আহাজারি
- ০৪:০২ পিএম, ২১ নভেম্বর ২০২৫ ঢামেকে আনা হলো ভূমিকম্পে আহত ১৮ জনকে
- ০৪:০২ পিএম, ২১ নভেম্বর ২০২৫ মাংস কিনতে বের হন মা-ছেলে, পথেই গেলো ছেলের প্রাণ-হাসপাতালে মা
- ০৩:৪৫ পিএম, ২১ নভেম্বর ২০২৫ ভূমিকম্প: জীবন রক্ষাকারী উপায় পূর্বপ্রস্তুতি
- ০৩:৩৭ পিএম, ২১ নভেম্বর ২০২৫ শিক্ষাপ্রতিষ্ঠানের ‘অতি ঝুঁকিপূর্ণ’ ৪৪ ভবন ভেঙে ফেলার নির্দেশ ছিল
- ০৩:৩৪ পিএম, ২১ নভেম্বর ২০২৫ ভূমিকম্পে বংশালে নিহত তিনজনের পরিচয় মিলেছে
- ০৩:৩১ পিএম, ২১ নভেম্বর ২০২৫ ভূমিকম্পে চট্টগ্রামেও আতঙ্কে রাস্তায় নামে মানুষ
- ০৩:৩০ পিএম, ২১ নভেম্বর ২০২৫ ‘যে কোনো সময় বাংলাদেশে আরও বড় ভূমিকম্প হতে পারে’
- ০৩:২৯ পিএম, ২১ নভেম্বর ২০২৫ ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক
- ০৩:২৭ পিএম, ২১ নভেম্বর ২০২৫ কুমিল্লায় ইপিজেডে ভূমিকম্পের সময় প্যানিক অ্যাটাকে অজ্ঞান ৮০ নারী
- ০৩:১৯ পিএম, ২১ নভেম্বর ২০২৫ ভূমিকম্পে আহতদের সর্বোচ্চ চিকিৎসার নির্দেশ স্বাস্থ্য উপদেষ্টার
- ০৩:০৬ পিএম, ২১ নভেম্বর ২০২৫ মাগুরায় কারখানা থেকে নামতে গিয়ে হুড়োহুড়িতে দেড় শতাধিক শ্রমিক আহত
- ০২:৫৪ পিএম, ২১ নভেম্বর ২০২৫ গাজীপুরে পোশাক কারখানা থেকে নামতে গিয়ে তিন শতাধিক শ্রমিক আহত
- ০২:৪৯ পিএম, ২১ নভেম্বর ২০২৫ উৎসুক জনতা সামলাতে সেনা মোতায়েন, উদ্ধারকাজ ব্যাহত
- ০২:৪৪ পিএম, ২১ নভেম্বর ২০২৫ ভূমিকম্পে ভবনের রেলিং ধসে সলিমুল্লাহ মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু
- ০২:৪২ পিএম, ২১ নভেম্বর ২০২৫ ভূমিকম্পে নরসিংদীতে মাটির দেওয়াল ধসে বৃদ্ধের মৃত্যু
- ০২:৩০ পিএম, ২১ নভেম্বর ২০২৫ ভূমিকম্পে কাঁপল দেশ, আতঙ্কে তারকারাও
- ০১:৫২ পিএম, ২১ নভেম্বর ২০২৫ হঠাৎ বড় ভূমিকম্প হওয়ার কারণ কী? যা বলছেন বিশেষজ্ঞরা
- ০১:৫০ পিএম, ২১ নভেম্বর ২০২৫ অনেকেই ভূমিকম্প টের পান না, কিন্তু কেন?
- ০১:৪৩ পিএম, ২১ নভেম্বর ২০২৫ ভূমিকম্পে ৩ জন নিহতের ঘটনায় হতভম্ব প্রত্যক্ষদর্শীরা
- ০১:৩৯ পিএম, ২১ নভেম্বর ২০২৫ শেষ দিন হতে পারত: ভূমিকম্পের পর বললেন ফারুকী
- ০১:৩৩ পিএম, ২১ নভেম্বর ২০২৫ ভূমিকম্পের পর শিশুর প্যানিক অ্যাটাক হলে যা করবেন
- ০১:২৭ পিএম, ২১ নভেম্বর ২০২৫ ভূমিকম্পে নিহত ৩, আহত ৮৫, চলছে জরুরি চিকিৎসাসেবা
- ০১:১৬ পিএম, ২১ নভেম্বর ২০২৫ ২৩ মাসে দেশে ১৯ ভূমিকম্প, কোনটির কোথায় উৎপত্তি?
- ০১:১২ পিএম, ২১ নভেম্বর ২০২৫ ভূমিকম্পে হেলে পড়া ভবনসহ একাধিক ঘটনায় তৎপর ফায়ার সার্ভিস
- ০১:১০ পিএম, ২১ নভেম্বর ২০২৫ গুজব-বিভ্রান্তিতে কান না দিয়ে সতর্ক থাকতে বললেন প্রধান উপদেষ্টা
- ১২:৪৫ পিএম, ২১ নভেম্বর ২০২৫ ৫.৭ মাত্রার ভূমিকম্পে কতটা ঝুঁকিতে পড়তে পারে একটি শহর
- ১২:৪০ পিএম, ২১ নভেম্বর ২০২৫ ভূমিকম্পে আটকে পড়লে কী করবেন
- ১২:৩৫ পিএম, ২১ নভেম্বর ২০২৫ ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীতে আহত ৫৫
- ১২:২৭ পিএম, ২১ নভেম্বর ২০২৫ ভূমিকম্পে প্রধান উপদেষ্টার কার্যালয় হেলে পড়ার খবর ‘সত্য নয়’
- ১২:২৪ পিএম, ২১ নভেম্বর ২০২৫ বাংলাদেশের অভ্যন্তরে স্মরণকালে এত বড় ভূমিকম্প হয়নি
- ১২:০৬ পিএম, ২১ নভেম্বর ২০২৫ মোবাইলে ভূমিকম্পের অ্যালার্ট চালু রাখুন
- ১২:০৩ পিএম, ২১ নভেম্বর ২০২৫ ঢাকায় শক্তিশালী ভূমিকম্পে আতঙ্কিত হয়ে রাস্তায় মানুষ
- ১২:০১ পিএম, ২১ নভেম্বর ২০২৫ ভূমিকম্পের পর আতঙ্কে ঢাবির মুহসীন হলের ছাদ থেকে লাফ, আহত ৬
- ১১:৫৭ এএম, ২১ নভেম্বর ২০২৫ গাজীপুরে হেলে পড়েছে ভবন, আতঙ্কে অসুস্থ হয়ে পড়েছেন অনেকে
- ১১:৫২ এএম, ২১ নভেম্বর ২০২৫ ভূমিকম্পের পর ঢাকায় ভবন ধস-হেলে পড়ার খবর পাচ্ছে ফায়ার সার্ভিস
- ১১:৫০ এএম, ২১ নভেম্বর ২০২৫ ‘এত বড় ভূমিকম্প আমার জীবনে দেখিনি’
- ১১:৪৫ এএম, ২১ নভেম্বর ২০২৫ ভূমিকম্পে ঢাকায় নিহত ৩
- ১১:৪৩ এএম, ২১ নভেম্বর ২০২৫ ভূমিকম্প হলে যে দোয়া ও আমল করবেন
- ১১:৪০ এএম, ২১ নভেম্বর ২০২৫ ঢাকায় ভূমিকম্প, আফটার শক আতঙ্কে এখনো বাইরে অনেকে
- ১১:৪০ এএম, ২১ নভেম্বর ২০২৫ শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো সিলেটও
- ১১:৩২ এএম, ২১ নভেম্বর ২০২৫ ভূমিকম্প হলে তাৎক্ষণিক যা করবেন
- ১১:২৪ এএম, ২১ নভেম্বর ২০২৫ প্রচণ্ড ভূমিকম্পে শেরে বাংলায় খেলা বন্ধ ছিল ৩ মিনিট
- ১১:২২ এএম, ২১ নভেম্বর ২০২৫ কলকাতায়ও ভূমিকম্প অনুভূত
- ১০:৫৫ এএম, ২১ নভেম্বর ২০২৫ ঢাকাসহ সারাদেশে ভূমিকম্প, উৎপত্তি নরসিংদীর মাধবদীতে