ঢাকায় ভূমিকম্প
ঢাবির ঝুঁকিপূর্ণ হলে বসবাস, নীতিনির্ধারকদের ঘুম ভাঙবে কবে?
ঢাবির হলগুলোর ভবনের ফাটলের চিত্র, ছবি: জাগো নিউজ
ঢাকাসহ সারাদেশে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প হলো আজ শুক্রবার (২১ নভেম্বর)। ভূমিকম্পে রাজধানীর বিভিন্ন ভবনে ফাটল দেখা দিয়েছে। প্রশ্ন উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর ঝুঁকিপূর্ণ ভবনে থাকা শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাধিক আবাসিক হল দীর্ঘদিন ধরে গঠনগত অবনতি, জরাজীর্ণ কাঠামো ও অকার্যকর নিরাপত্তা ব্যবস্থার কারণে মারাত্মক ঝুঁকিতে রয়েছে।
পাকিস্তান আমল কিংবা তারও আগে নির্মিত এসব ভবনের অধিকাংশেই দীর্ঘদিন ধরে বড় ধরনের সংস্কার হয়নি। ফলে প্লাস্টার খসে পড়া, দেওয়ালে ফাটল, ছাদের রড বেরিয়ে থাকা এবং অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ভঙ্গুর। ভূমিকম্পের ফলে শিক্ষার্থীদের মাঝে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে।
১৯২১ সালে প্রতিষ্ঠিত সলিমুল্লাহ মুসলিম হল ঢাবির সবচেয়ে পুরোনো হলগুলোর একটি, গেলো কয়েক বছর ধরে বারবার সংবাদ শিরোনাম হয়ে আসছে এটি। হলের করিডর, পুরোনো ব্লক ও একাধিক কক্ষে বড় ফাটল দেখা গেছে, ছাদের পলেস্তারা খসে পড়েছে, এমনকি কোথাও কোথাও লোহার রড বের হয়ে আছে। কয়েক মাস আগেই একাধিক কক্ষে প্লাস্টার পড়ে শিক্ষার্থীরা আহত হন, যা প্রশাসনের প্রতি অসন্তোষ আরও বাড়িয়ে তোলে।
১৯৬৭ সালে নির্মিত হাজী মুহসীন হলও একই দুরবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। হলের ক্যান্টিন, সিঁড়ি ঘর এবং বিভিন্ন ব্লকে ফাটল, মেঝের ফাটল এবং দেওয়ালের পলেস্তারা খসে পড়া এখন নিয়মিত ঘটনা।
হল সংসদের জিএস রাফিদ হাসান সাফওয়ান বলেন, রাতে আকস্মিকভাবে ছাদের অংশ খসে পড়ার শব্দে ঘুম ভেঙে যায়। অগ্নিনির্বাপক সরঞ্জামের বড় অংশই মেয়াদোত্তীর্ণ বা অকার্যকর হওয়ায় যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটতে পারে।

বাংলাদেশ‑কুয়েত মৈত্রী হলের ভবনগুলো কাঠামোগত এবং আবাসনগত সমস্যায় জর্জরিত। ২০০৬ সালে সেই ভবনটি প্রকৌশল শাখা দ্বারা ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছিল, তারপরও এক হাজারের মতো শিক্ষার্থী এখানে বসবাস করছে।
১৯৪১ সালে প্রতিষ্ঠিত ড. মুহম্মদ শহীদুল্লাহ হলেও একই চিত্র। বিশেষ করে এক্সটেনশন ভবনে ছাদের পলেস্তারা খসে পড়া, দেওয়ালে লম্বা ফাটল এবং স্যাঁতসেঁতে দেওয়াল নিয়ে শিক্ষার্থীরা বহুদিন ধরে ক্ষোভ প্রকাশ করছেন। আংশিক সংস্কার হলেও অনেক কক্ষ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, যা শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনকে অনিরাপদ করে তুলছে।
১৯৭৬ সালে প্রতিষ্ঠিত কবি জসীম উদ্দীন হল সম্প্রতি আলোচনায় আসে ৩২৪ নম্বর কক্ষে হঠাৎ করে দেওয়ালের প্লাস্টার খসে পড়ে এক শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায়। ভবনের পুরোনো ব্লকে দীর্ঘদিন ধরে ফাটল ও পলেস্তারা খসে পড়ার ঘটনা ঘটলেও বড় ধরনের সংস্কারের উদ্যোগ এখনও নেওয়া হয়নি।
এ ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরও কয়েকটি আবাসিক হল বহুদিন ধরে কাঠামোগত জীর্ণতা ও প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের অভাবে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
ফজলুল হক মুসলিম হল, সুর্যসেন হল এবং জহুরুল হক হল-প্রতিটি হলের দেওয়ালে দীর্ঘ ফাটল সৃষ্টি, পুরোনো পাইপলাইনের কারণে কক্ষ ও করিডরে পানি জমে থাকা এবং অগ্নিনিরাপত্তা সরঞ্জামের ঘাটতি শিক্ষার্থীদের উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে।
১৯৪০ সালে প্রতিষ্ঠিত ফজলুল হক মুসলিম হল ঢাবির অন্যতম ঐতিহ্যবাহী আবাসিক হল। সাম্প্রতিক বছরগুলোতে বারবার সংস্কার দাবি উত্থাপিত হলেও বড় কোনো উদ্যোগ চোখে পড়েনি। শিক্ষার্থীরা জানান, রাতের বেলা ছাদের অংশ ভেঙে পড়া, ওয়াশরুমের দেওয়াল খসে পড়া এবং পুরোনো বৈদ্যুতিক লাইনের শটসার্কিটের ভয় নিয়ে তাদের থাকতে হয়। বিশেষ করে বর্ষাকালে পানিনিষ্কাশন ব্যবস্থা অকার্যকর হয়ে পড়ায় হলের নিচতলার করিডর ও কক্ষগুলোতে স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়।
১৯৬৪ সালে নির্মিত সূর্যসেন হলের অবস্থাও বেশ নাজুক। পুরোনো ভবনটির কিছু অংশে গভীর ফাটল তৈরি হয়েছে, ছাদের প্লাস্টার প্রতিদিনই কোনো না কোনো জায়গায় খসে পড়ছে।
হলের আবাসিক শিক্ষার্থী গোলাম মোহাম্মদ শাব্বির বলেন, ভবনের ভেতরে প্রবেশ করলেই স্যাঁতসেঁতে ভাব আর গন্ধ। এসব সমস্যা বহুদিন ধরে সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হলেও মেরামতের কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে প্রতিনিয়ত জীবনহানির আশঙ্কা নিয়ে আমাদের থাকতে হচ্ছে।
আরও পড়ুন:
‘আমরা থাকি মৃত্যুকূপে, কর্মচারীরা থাকেন আলিশানে’
ভূমিকম্পের পর আতঙ্কে ঢাবির মুহসীন হলের ছাদ থেকে লাফ, আহত ৬
ভূমিকম্পে শেকৃবির ৭ হলের ৩টিতে ফাটল
অন্যদিকে, ১৯৭২ সালে নির্মিত জহুরুল হক হল দীর্ঘদিনের অবহেলা ও অপর্যাপ্ত রক্ষণাবেক্ষণের কারণে এখন ক্রমশ নাজুক হয়ে উঠছে। হলের বিভিন্ন ব্লকে ছাদের বড় অংশ ফেটে গেছে, কোথাও কোথাও রড বের হয়ে আছে, যা সামান্য ঝাঁকুনিতেও আরও ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করছেন শিক্ষার্থীরা। এছাড়া বৈদ্যুতিক নিরাপত্তা ব্যবস্থা দুর্বল হওয়ায় আগুন লাগার ঝুঁকিও রয়েছে বলে তারা অভিযোগ করেন।

শহীদুল্লাহ হলের ইব্রাহীম খলিল বলেন, কেউ আধঘুমে, কেউবা সবে ঘুম থেকে উঠেছে, কেউ নিত্য কাজকর্মে ব্যস্ত। হঠাৎ করেই ভূমিকম্প আঘাত হানে। সবার মাথায় একটাই আতঙ্ক, আমাদের এই ফিটনেসবিহীন ভবন সামান্য ঝাঁকুনিতেই ধসে পড়তে পারে। সাধারণ অবস্থাতেই কয়দিন পরপর ছাদের পলেস্তারা খসে পড়ে। তাই প্রাণ বাঁচাতে যে যেভাবে পেরেছে, দৌড়ে বিল্ডিংয়ের নিচে নেমে আসার চেষ্টা করেছে।
তিনি বলেন, গত পরশু বুয়েটের এক ভাইয়ের পোস্টে দেখলাম, তাদের হলগুলোর ফিটনেসবিহীন ভবনের বেহাল অবস্থার কথা। ঢাকা মেডিকেলের ফজলে রাব্বী হলও নাকি একই রকম ভাঙাচোরা। ঢাবি, বুয়েট, ঢাকা মেডিকেলের মতো দেশের শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবস্থা যদি এমন হয়, তাহলে সার্বিক চিত্র বুঝতে আর বেশি কিছু বলার প্রয়োজন পড়ে না।
সালমান শাহেদ নামে অন্য এক শিক্ষার্থী বলেন, আমাদের এই ক্যাম্পাসের পাশেই আজিমপুরে গড়ে উঠেছে সরকারি কর্মকর্তাদের বিশাল আবাসিক প্রকল্প। যদিও এসব প্রকল্প নিয়ে আমাদের বিশেষ আপত্তি নেই। শত শত প্রকল্প বাস্তবায়ন হোক-তাতে সমস্যা নেই। কিন্তু দেশের ভবিষ্যৎ চালকদের নিরাপত্তার বিষয়টিও নীতিনির্ধারকদের সমান গুরুত্ব দিয়ে ভাবা উচিত।
মুহসীন হলের জাহিদ হাসান হিমেল বলেন, নীতিনির্ধারকদের কবে ঘুম ভাঙবে? আরেকটা অক্টোবর ট্র্যাজেডি (ঢাবির জগন্নাথ হলে ভবন ধসে ৪০ জন নিহত হওয়ার ঘটনা) ঘটলে? ভূমিকম্পে ভবন ধসে পড়লে তখন আর ৩০-৪০ জন নয়, একসঙ্গে শত সহস্র প্রাণ ঝরে পড়বে!
এফএআর/এসএনআর/এএসএম
টাইমলাইন
- ০৯:২৪ পিএম, ২২ নভেম্বর ২০২৫ ভূমিকম্প আতঙ্কে পড়ছে না শিক্ষার্থীরা, পরীক্ষা স্থগিতের দাবি
- ০১:১৪ পিএম, ২২ নভেম্বর ২০২৫ নরসিংদীজুড়ে ভূমিকম্পের চিহ্ন, ফেটে ৭-৮ ইঞ্চি ফাঁকা হয়ে গেছে মাটি
- ০১:০৮ পিএম, ২২ নভেম্বর ২০২৫ ভূমিকম্পের পর মাথা ঘোরে কেন? কী করবেন
- ০৯:১১ এএম, ২২ নভেম্বর ২০২৫ ভূমিকম্প ঝুঁকি ও বাংলাদেশ: আমরা কতটা প্রস্তুত?
- ০৫:৪৩ এএম, ২২ নভেম্বর ২০২৫ ভূমিকম্পে হতাহতদের আর্থিক সহায়তা দেবে ঢাকা জেলা প্রশাসন
- ০৪:৩১ এএম, ২২ নভেম্বর ২০২৫ ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণে শেকৃবির কমিটি
- ০২:৫৯ এএম, ২২ নভেম্বর ২০২৫ নিটোরে ভূমিকম্পে আহত ৯০ জনের চিকিৎসা, ভর্তি ১৮
- ০১:৪৫ এএম, ২২ নভেম্বর ২০২৫ ভূমিকম্পে আহতদের চিকিৎসায় বিএমইউ’র জরুরি প্রস্তুতি
- ১২:০৩ এএম, ২২ নভেম্বর ২০২৫ ভূমিকম্প আতঙ্কে হল থেকে লাফ, ঢাবিতে ২১ শিক্ষার্থী গুরুতর আহত
- ১১:২৮ পিএম, ২১ নভেম্বর ২০২৫ ভূমিকম্পে হেলে পড়েছে সাবেক মেয়র মনজুরের সাততলা ভবন
- ১০:৩৪ পিএম, ২১ নভেম্বর ২০২৫ ঢামেকের জরুরি বিভাগে ৬৩ রোগী, আইসিইউতে ১ জনের মৃত্যু
- ০৯:৩২ পিএম, ২১ নভেম্বর ২০২৫ নিয়ম মেনে বহুতল ভবন নির্মাণ কঠোরভাবে তদারকি করতে হবে
- ০৯:২০ পিএম, ২১ নভেম্বর ২০২৫ ভূমিকম্পে প্রাণ গেলো ১০ জনের
- ০৯:০০ পিএম, ২১ নভেম্বর ২০২৫ নরসিংদীতে ভূমিকম্পে বাবা-ছেলেসহ নিহত ৫
- ০৮:৫৯ পিএম, ২১ নভেম্বর ২০২৫ নিচে নেমেও হলো না শেষ রক্ষা, রেলিং ধসে নিরাপত্তাকর্মীর মৃত্যু
- ০৮:৩৮ পিএম, ২১ নভেম্বর ২০২৫ ঘোড়াশাল সাবস্টেশনসহ ৭ বিদ্যুৎকেন্দ্র ফের চালু, স্বাভাবিক সরবরাহ
- ০৮:১৬ পিএম, ২১ নভেম্বর ২০২৫ ছেলের মৃত্যুর ৫ ঘণ্টা পর বাবাও চলে গেলেন না ফেরার দেশে
- ০৭:৫১ পিএম, ২১ নভেম্বর ২০২৫ ‘শুক্রবার না হয়ে অন্যদিন হলে হতাহতের সংখ্যা কয়েকগুণ বেশি হতো’
- ০৭:৩৫ পিএম, ২১ নভেম্বর ২০২৫ ভূমিকম্পের ক্ষতি নির্ভর করবে অবকাঠামো কীভাবে তৈরি করেছি তার ওপর
- ০৬:৩২ পিএম, ২১ নভেম্বর ২০২৫ নরসিংদীতে ভূমিকম্পে নিহত ৪, আহত অর্ধশতাধিক, বিদ্যুৎকেন্দ্রে আগুন
- ০৬:২১ পিএম, ২১ নভেম্বর ২০২৫ ভূমিকম্পের সময় মাঠের অভিজ্ঞতা কেমন ছিল, জানালেন তাইজুল
- ০৬:১৮ পিএম, ২১ নভেম্বর ২০২৫ ভূমিকম্পের সময় চলছিল শাকিবের শুটিং, আতঙ্কিতদের যা বললেন তিনি
- ০৫:৫৭ পিএম, ২১ নভেম্বর ২০২৫ নারায়ণগঞ্জে ভূমিকম্পে বৈদ্যুতিক তারের ঘর্ষণে তুলা কারখানায় আগুন
- ০৫:৪২ পিএম, ২১ নভেম্বর ২০২৫ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে বিএনপি: ফখরুল
- ০৪:৪৩ পিএম, ২১ নভেম্বর ২০২৫ ভূমিকম্পে ঘোড়াশালের সাবস্টেশনসহ ৭ বিদ্যুৎকেন্দ্র বন্ধ
- ০৪:৪১ পিএম, ২১ নভেম্বর ২০২৫ ঢাবির ঝুঁকিপূর্ণ হলে বসবাস, নীতিনির্ধারকদের ঘুম ভাঙবে কবে?
- ০৪:৩৮ পিএম, ২১ নভেম্বর ২০২৫ নিউমার্কেটের ভাইরাল ভবনটি ভূমিকম্পে হেলে পড়েনি, নকশাই এমন
- ০৪:৩০ পিএম, ২১ নভেম্বর ২০২৫ ভূমিকম্পে শাহজালাল বিমানবন্দরে খসে পড়লো বিমের পলেস্তারা
- ০৪:০৮ পিএম, ২১ নভেম্বর ২০২৫ মাংস কিনতে গিয়ে মারা যান বাবা-ছেলে, মর্গে স্বজনদের আহাজারি
- ০৪:০২ পিএম, ২১ নভেম্বর ২০২৫ ঢামেকে আনা হলো ভূমিকম্পে আহত ১৮ জনকে
- ০৪:০২ পিএম, ২১ নভেম্বর ২০২৫ মাংস কিনতে বের হন মা-ছেলে, পথেই গেলো ছেলের প্রাণ-হাসপাতালে মা
- ০৩:৪৫ পিএম, ২১ নভেম্বর ২০২৫ ভূমিকম্প: জীবন রক্ষাকারী উপায় পূর্বপ্রস্তুতি
- ০৩:৩৭ পিএম, ২১ নভেম্বর ২০২৫ শিক্ষাপ্রতিষ্ঠানের ‘অতি ঝুঁকিপূর্ণ’ ৪৪ ভবন ভেঙে ফেলার নির্দেশ ছিল
- ০৩:৩৪ পিএম, ২১ নভেম্বর ২০২৫ ভূমিকম্পে বংশালে নিহত তিনজনের পরিচয় মিলেছে
- ০৩:৩১ পিএম, ২১ নভেম্বর ২০২৫ ভূমিকম্পে চট্টগ্রামেও আতঙ্কে রাস্তায় নামে মানুষ
- ০৩:৩০ পিএম, ২১ নভেম্বর ২০২৫ ‘যে কোনো সময় বাংলাদেশে আরও বড় ভূমিকম্প হতে পারে’
- ০৩:২৯ পিএম, ২১ নভেম্বর ২০২৫ ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক
- ০৩:২৭ পিএম, ২১ নভেম্বর ২০২৫ কুমিল্লায় ইপিজেডে ভূমিকম্পের সময় প্যানিক অ্যাটাকে অজ্ঞান ৮০ নারী
- ০৩:১৯ পিএম, ২১ নভেম্বর ২০২৫ ভূমিকম্পে আহতদের সর্বোচ্চ চিকিৎসার নির্দেশ স্বাস্থ্য উপদেষ্টার
- ০৩:০৬ পিএম, ২১ নভেম্বর ২০২৫ মাগুরায় কারখানা থেকে নামতে গিয়ে হুড়োহুড়িতে দেড় শতাধিক শ্রমিক আহত
- ০২:৫৪ পিএম, ২১ নভেম্বর ২০২৫ গাজীপুরে পোশাক কারখানা থেকে নামতে গিয়ে তিন শতাধিক শ্রমিক আহত
- ০২:৪৯ পিএম, ২১ নভেম্বর ২০২৫ উৎসুক জনতা সামলাতে সেনা মোতায়েন, উদ্ধারকাজ ব্যাহত
- ০২:৪৪ পিএম, ২১ নভেম্বর ২০২৫ ভূমিকম্পে ভবনের রেলিং ধসে সলিমুল্লাহ মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু
- ০২:৪২ পিএম, ২১ নভেম্বর ২০২৫ ভূমিকম্পে নরসিংদীতে মাটির দেওয়াল ধসে বৃদ্ধের মৃত্যু
- ০২:৩০ পিএম, ২১ নভেম্বর ২০২৫ ভূমিকম্পে কাঁপল দেশ, আতঙ্কে তারকারাও
- ০১:৫২ পিএম, ২১ নভেম্বর ২০২৫ হঠাৎ বড় ভূমিকম্প হওয়ার কারণ কী? যা বলছেন বিশেষজ্ঞরা
- ০১:৫০ পিএম, ২১ নভেম্বর ২০২৫ অনেকেই ভূমিকম্প টের পান না, কিন্তু কেন?
- ০১:৪৩ পিএম, ২১ নভেম্বর ২০২৫ ভূমিকম্পে ৩ জন নিহতের ঘটনায় হতভম্ব প্রত্যক্ষদর্শীরা
- ০১:৩৯ পিএম, ২১ নভেম্বর ২০২৫ শেষ দিন হতে পারত: ভূমিকম্পের পর বললেন ফারুকী
- ০১:৩৩ পিএম, ২১ নভেম্বর ২০২৫ ভূমিকম্পের পর শিশুর প্যানিক অ্যাটাক হলে যা করবেন
- ০১:২৭ পিএম, ২১ নভেম্বর ২০২৫ ভূমিকম্পে নিহত ৩, আহত ৮৫, চলছে জরুরি চিকিৎসাসেবা
- ০১:১৬ পিএম, ২১ নভেম্বর ২০২৫ ২৩ মাসে দেশে ১৯ ভূমিকম্প, কোনটির কোথায় উৎপত্তি?
- ০১:১২ পিএম, ২১ নভেম্বর ২০২৫ ভূমিকম্পে হেলে পড়া ভবনসহ একাধিক ঘটনায় তৎপর ফায়ার সার্ভিস
- ০১:১০ পিএম, ২১ নভেম্বর ২০২৫ গুজব-বিভ্রান্তিতে কান না দিয়ে সতর্ক থাকতে বললেন প্রধান উপদেষ্টা
- ১২:৪৫ পিএম, ২১ নভেম্বর ২০২৫ ৫.৭ মাত্রার ভূমিকম্পে কতটা ঝুঁকিতে পড়তে পারে একটি শহর
- ১২:৪০ পিএম, ২১ নভেম্বর ২০২৫ ভূমিকম্পে আটকে পড়লে কী করবেন
- ১২:৩৫ পিএম, ২১ নভেম্বর ২০২৫ ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীতে আহত ৫৫
- ১২:২৭ পিএম, ২১ নভেম্বর ২০২৫ ভূমিকম্পে প্রধান উপদেষ্টার কার্যালয় হেলে পড়ার খবর ‘সত্য নয়’
- ১২:২৪ পিএম, ২১ নভেম্বর ২০২৫ বাংলাদেশের অভ্যন্তরে স্মরণকালে এত বড় ভূমিকম্প হয়নি
- ১২:০৬ পিএম, ২১ নভেম্বর ২০২৫ মোবাইলে ভূমিকম্পের অ্যালার্ট চালু রাখুন
- ১২:০৩ পিএম, ২১ নভেম্বর ২০২৫ ঢাকায় শক্তিশালী ভূমিকম্পে আতঙ্কিত হয়ে রাস্তায় মানুষ
- ১২:০১ পিএম, ২১ নভেম্বর ২০২৫ ভূমিকম্পের পর আতঙ্কে ঢাবির মুহসীন হলের ছাদ থেকে লাফ, আহত ৬
- ১১:৫৭ এএম, ২১ নভেম্বর ২০২৫ গাজীপুরে হেলে পড়েছে ভবন, আতঙ্কে অসুস্থ হয়ে পড়েছেন অনেকে
- ১১:৫২ এএম, ২১ নভেম্বর ২০২৫ ভূমিকম্পের পর ঢাকায় ভবন ধস-হেলে পড়ার খবর পাচ্ছে ফায়ার সার্ভিস
- ১১:৫০ এএম, ২১ নভেম্বর ২০২৫ ‘এত বড় ভূমিকম্প আমার জীবনে দেখিনি’
- ১১:৪৫ এএম, ২১ নভেম্বর ২০২৫ ভূমিকম্পে ঢাকায় নিহত ৩
- ১১:৪৩ এএম, ২১ নভেম্বর ২০২৫ ভূমিকম্প হলে যে দোয়া ও আমল করবেন
- ১১:৪০ এএম, ২১ নভেম্বর ২০২৫ ঢাকায় ভূমিকম্প, আফটার শক আতঙ্কে এখনো বাইরে অনেকে
- ১১:৪০ এএম, ২১ নভেম্বর ২০২৫ শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো সিলেটও
- ১১:৩২ এএম, ২১ নভেম্বর ২০২৫ ভূমিকম্প হলে তাৎক্ষণিক যা করবেন
- ১১:২৪ এএম, ২১ নভেম্বর ২০২৫ প্রচণ্ড ভূমিকম্পে শেরে বাংলায় খেলা বন্ধ ছিল ৩ মিনিট
- ১১:২২ এএম, ২১ নভেম্বর ২০২৫ কলকাতায়ও ভূমিকম্প অনুভূত
- ১০:৫৫ এএম, ২১ নভেম্বর ২০২৫ ঢাকাসহ সারাদেশে ভূমিকম্প, উৎপত্তি নরসিংদীর মাধবদীতে