মাগুরায় শিশু ধর্ষণ
দৃষ্টান্তমূলক শাস্তি চায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ
ফাইল ছবি
মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।
শনিবার (৮ মার্চ) এক যৌথ বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমাদ মানসুর ও সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ান এ দাবি জানান।
তারা বলেন, শিশুর প্রতি এমন পাশবিকতা কোনোভাবেই মানবসমাজ মেনে নিতে পারে না। এ ধরনের ঘটনা সমাজের নৈতিক অবক্ষয়ের বহিঃপ্রকাশ।
দলটির নেতারা বলেন, যারা সমাজের সবচেয়ে দুর্বল ও নিরপরাধ শিশুদের ওপর এমন জঘন্য অপরাধ সংঘটিত করতে পারে, তারা মানবতাবিরোধী অপরাধী। তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এই ঘটনায় দোষীদের চিহ্নিত করে দ্রুত বিচার সম্পন্ন করতে হবে এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে, যেন ভবিষ্যতে কেউ এমন জঘন্য অপরাধ করার দুঃসাহস না দেখায়।
- আরও পড়ুন
- বোনের বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার শিশু, ঢাকা মেডিকেলে ভর্তি
- মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশুকে সিএমএইচে নেওয়া হলো
- মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির অবস্থার আরও অবনতি
তারা বলেন, এ ধরনের অপরাধের বিরুদ্ধে শুধু আইন প্রয়োগ করাই যথেষ্ট নয়, বরং সমাজের প্রতিটি স্তরে নৈতিক ও ধর্মীয় শিক্ষার প্রচলন নিশ্চিত করতে হবে। পরিবারের অভিভাবকদের আরও সচেতন হতে হবে। স্কুল, কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানকে শিশুর প্রতি সংবেদনশীল ভূমিকা রাখতে হবে এবং সর্বোপরি রাষ্ট্রকে কঠোরভাবে ধর্ষণসহ সব ধরনের যৌন অপরাধ নির্মূলে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সবসময় নির্যাতিত ও শোষিত মানুষের পাশে ছিল উল্লেখ করে এই দুই নেতা বলেন, সমাজের সর্বস্তরের মানুষকে এ ধরনের ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে সোচ্চার হতে হবে এবং অপরাধীদের সামাজিকভাবে বয়কট করতে হবে।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন, এই ঘটনার যথাযথ তদন্ত নিশ্চিত করতে হবে এবং কোনোভাবেই যেন প্রকৃত অপরাধীরা পার পেয়ে না যায় তা নিশ্চিত করতে হবে।
এএএম/ইএ/এএসএম