বোনের বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার শিশু, ঢাকা মেডিকেলে ভর্তি

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ১১:৫৮ এএম, ০৭ মার্চ ২০২৫

মাগুরায় বোনের বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে চতুর্থ শ্রেণির এক ছাত্রী। বৃহস্পতিবার (৬ মার্চ) মাগুরা শহরের নিজনান্দুয়ালী চরপড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় অভিযুক্ত হিটু মিয়াকে (৪০) আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। অভিযুক্ত হিটু মিয়া সম্পর্কে ওই শিশুর বোনের শ্বশুর।

শিশুটিকে বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

শিশুটিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা চাচা মো. ইব্রাহিম শেখ বলেন, আমার ভাতিজি স্থানীয় একটি স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। গত শনিবার নিজ বাড়ি থেকে মাগুরার নিজনান্দুয়ালী গ্রামে বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিল। বৃহস্পতিবার সকালে বড় বোনের শ্বশুর হিটু মিয়া তাকে একটি ঘরের মধ্যে নিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুটি মারাত্মক অসুস্থ হয়ে পড়ে।

তিনি বলেন, আমার ভাতিজিকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে মাগুরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেও অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি।

ইব্রাহিম শেখ আরও বলেন, এ ঘটনায় অভিযুক্ত হিটু মিয়াকে এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করেছে। এর আগেও হিটু মিয়ার নামে একাধিক নারীকে ধর্ষণের অভিযোগ আছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, রাতে এক শিশুকে গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেলে আনা হয়েছে। তাকে পিআইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কাজী আল-আমিন/বিএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।