জুলাই-আগস্টের শহীদদের স্বরণে ছাত্রদলের কর্মসূচি ঘোষণা
জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থান স্মরণ, শহীদ ও আহতদের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন, ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণ, সব অংশীজনের অবদানের স্বীকৃতি ও ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য প্রতিষ্ঠা, দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার দীর্ঘ ধারাবাহিক লড়াইয়ের বীরোচিত বিজয়ের প্রথম বর্ষপূর্তি উদযাপনে মাসব্যাপী নানা কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রদল।
বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে একটি বিজ্ঞপ্তিতে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই কর্মসূচি ঘোষণা করেন।
কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৬ জুলাই চট্টগ্রাম ও রংপুর বিভাগে ছাত্র সমাবেশ হবে। ওই সমাবেশে দুই বিভাগের সব বিশ্ববিদ্যালয়, জেলা, মহানগর, কলেজ, উপজেলা ও পৌর ইউনিটের নেতারা অংশ নেবেন।
একইদিন সারাদেশে সব জেলা ও মহানগরে স্মরণ সভা অনুষ্ঠিত হবে (চট্টগ্রাম ও রংপুর বিভাগ ব্যতীত)। পর দিন ১৭ জুলাই সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে স্মরণ সভা হবে। ১৮ জুলাই বাদ আসর জুলাই-আগস্টের সব শহীদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় সারাদেশের সব উপজেলা ও পৌরসভায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
এমএইচএ/এমআইএইচএস
সর্বশেষ - রাজনীতি
- ১ তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের অনুমতি পেলো বিএনপি
- ২ দিপু চন্দ্র ও শিশু আয়েশাকে পুড়িয়ে হত্যা মানবতার জন্য চরম লজ্জাজনক
- ৩ রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটিয়ে অপরাধীরা যেন পাশের দেশে আশ্রয় না পায়
- ৪ আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় দৃশ্যমান বিচার চায় জনগণ: রিজভী
- ৫ হাদির সৎ জীবন দেশবাসীকে মুগ্ধ করেছে: গোলাম পরওয়ার