নিজ কার্যালয়ে ১৫ ঘণ্টা অবরুদ্ধ খালেদা
গুলশান কার্যালয়ে ১৫ ঘণ্টা অবরুদ্ধ অবস্থায় রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শনিবার রাত পৌনে ১২ টা থেকে রোববার বিকাল ৩টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি অবরুদ্ধ অবস্থায় রয়েছেন।
শনিবার রাত ১১ টা ৪৫ মিনিটে বিএনপির যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ নয়াপল্টন বিএনপি কার্যালয় থেকে গ্রেফতার হলে বেগম খালেদা জিয়া নয়াপল্টন যাওয়ার উদ্দেশ্যে গুলশান থেকে বের হওয়ার চেষ্টা করেন।
এসময় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা খালেদা জিয়াকে বাধা দিয়ে বলেন, আপনি যদি বাসভবনে যেতে চান তাহলে আপনাকে আমরা বাসভবনে দিয়ে আসবো। অন্যকোথাও যেতে দেয়া হবে না।
তখন থেকেই মূলত তিনি গুলশান কার্যালয়ে অবরুদ্ধ অবরুদ্ধ অবস্থায় রয়েছেন।
এদিকে তার অবরুদ্ধের কথা শোনে শনিবার সকাল থেকেই বিএনপিপন্থী আইনজীবী, সাংবাদিক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ দলীয় নেতাকর্মীরা তার সাথে সাক্ষাৎ করতে আসেন। এসময় তাদের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে কথা কাটাকাটি ও ধস্তাধস্তি হয়।
বর্তমানে গুলশান এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। গুলশান এলাকার প্রতিটি প্রবেশ পথে তল্লাশি চালানো হচ্ছে। এই এলাকার দুপুরের পর থেকে আর্মড পুলিশ ব্যাটেলিয়ান মোতায়ন করা হয়েছে।
সরেজমিন ঘুরে দেখা গেছে, প্রায় শতাধিক পুলিশ সদস্য ও গোয়েন্দা সংস্থার সদস্যরা গুলশান কার্যালয়ের চারপাশ ঘিরে রেখেছেন। গুলশান কার্যালয়ে দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা জানান, ৫ জানুয়ারি সহিংসতা ও নৈরাজ্য এড়াতে এই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।