ভিডিও ENG
  1. Home/
  2. রাজনীতি

সমাবেশ নিয়ে আমরা আশাবাদী : হানিফ

প্রকাশিত: ১০:০২ এএম, ০৪ জানুয়ারি ২০১৫

৫ জানুয়ারী গণতন্ত্রের বিজয় দিবস উদযাপন উপলক্ষে রাজধানীতে সমাবেশ করার ব্যাপারে এখনও আশাবাদী ক্ষমতাসীন আওয়ামী লীগ। রাজধানীর ধানমণ্ডিতে প্রাধানমন্ত্রীর রাজনৈতিক কার্যালয়ে রোববার দুপুরে বৈঠক শেষে দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এ দকথা বলেন।

তিনি বলেন, আমরা এখনও আশাবাদী প্রশাসন হয়ত সমাবেশের অনুমতি দেবে। আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়েই পরবর্তী করণীয় সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।

হানিফ বলেন, কর্মসূচি সফল করতে আমাদের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। নেতাকর্মীরাও উজ্জীবিত। তারা আগামীকাল সমাবেশস্থলে উপস্থিত থাকবেন। এ মূহূর্তে শুনলাম, প্রশাসন ৫ জানুয়ারি রাজধানীতে সমাবেশের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছে।