হাদি হত্যার বিচার দাবি
শাহবাগে আন্দোলনকারীদের কম্বল দিলো ইনকিলাব মঞ্চ
রাজধানীর শাহবাগে আন্দোলনকারীদের কম্বল দিলো ইনকিলাব মঞ্চ/ছবি-জাগো নিউজ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। এদিকে কনকনে শীত নিবারণে আন্দোলনকারীদের কম্বল দিয়েছে ইনকিলাব মঞ্চ।
ইনকিলাব মঞ্চের নেতৃত্বে শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুর ২টা থেকে শুরু হওয়া এই আন্দোলন এখনো চলমান। স্লোগানে স্লোগানে উত্তাল শাহবাগ মোড়।
ইনকিলাব মঞ্চ জানায়, আমরা সারারাত থাকব। শীতে কষ্ট হলেও আমরা এখানে থাকব। পরে এসব কম্বল অসহায়দের মাঝে বিতরণ করা হবে।
এদিকে শাহবাগের হাদি চত্বরে একপাশে জড় হয়ে আন্দোলন করছে ইনকিলাব মঞ্চসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সেখানে সাধারণ মানুষকেও যোগ দিতে দেখা গেছে।
এ সময় তারা, ‘দিল্লি না ঢাকা গোলামি না আজাদি’ ‘আমার দেশের পতাকায় হাদি তোমায় দেখা যায়’ ‘গোলামি না হাদি হাদি’ ‘হাদির বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’ ‘আমরা সবাই হাদি হব, যুগে যুগে কথা কব’সহ নানান স্লোগান দিচ্ছেন।
এই অবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবেরসহ অন্যান্য নেতারা।
আরএএস/এমআরএম