ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

সাবেক এমপি চন্টুর মৃত্যুতে খালেদা জিয়ার শোক

প্রকাশিত: ০১:২৭ পিএম, ২৪ এপ্রিল ২০১৭

কুষ্টিয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ কে এম আব্দুল খালেক চন্টুর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

সোমবার এক শোক বাণীতে তিনি বলেন, মরহুম কে এম আব্দুল খালেক চন্টু নিজ এলাকায় একজন জনপ্রিয় রাজনীতিবিদ ছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি ও আদর্শের বলিষ্ঠ অনুসারী তিনি বিএনপি নেতাকর্মী ও জনগণের নিকট ছিলেন অত্যন্ত সমাদৃত। জনপ্রতিনিধি হিসেবে জনকল্যাণমূলক কাজে তিনি যে অবদান রেখেছেন সে জন্য এলাকাবাসী তাকে পর পর দুইবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করেছেন।

দেশের এ অবস্থায় তার মতো একজন অভিজ্ঞ ও আদর্শবাদী রাজনীতিবিদের চিরবিদায়ে আমি গভীরভাবে ব্যথিত হয়েছি। আমি মরহুম কে এম আব্দুল খালেক চন্টু এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকার্ত পরিবারবর্গ, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

উল্লেখ্য, রোববার দিবাগত রাত ৯টার দিকে রাজধানীর মিরপুরস্থ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় কে এম আব্দুল খালেক চন্টু ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৩ বছর।

এমএম/আরএস/আরআইপি