জাতিসংঘের অধিবেশনে যাচ্ছেন জাপা নেত্রী সালমা
জাতিসংঘের সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনে যোগ দিতে যাচ্ছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও রূপকার প্রোপার্টিজ লিমিটেডের ব্যাবস্থাপনা পরিচালক সালমা হোসেন। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) ব্যবসায়ী প্রতিনিধি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে তিনি এই অধিবেশনে যোগ দেবেন। শনিবার সন্ধ্যায় নিউইয়র্কের উদ্দেশে তিনি ঢাকা ত্যাগ করবেন।
সালমা হোসেন ঢাকা-৪ আসনের জাতীয় পার্টির সাংসদ সৈয়দ আবু হোসেন বাবলার সহধর্মিণী। একজন সফল নারী উদ্যেক্তা হিসেবে গুলশান সোসাইটির নির্বাহী কমিটির এই সদস্য পৃথিবীর বহু দেশ সফর করেছেন। সালমা হোসেন দেশ-বিদেশের অসংখ্য সামাজিক ও সেবামূলক সংগঠনের সঙ্গে জড়িত।
উল্লেখ্য, এর আগে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে তিনি নয়াদিল্লি সফরে গিয়েছিলেন।
এমইউএইচ/জেডএ/আইআই
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ নির্বাচন বিলম্বিত না করার লক্ষ্যেই বিএনপি প্রার্থীরা মাঠে রয়েছেন
- ২ কিন্ডারগার্টেনের জন্য সরকারি নীতিমালার আশ্বাস আমিনুল হকের
- ৩ বিএনপি সবসময়ই প্রতিশ্রুতির রাজনীতিতে বিশ্বাসী: রিজভী
- ৪ খালেদা জিয়াকে দেখতে আবারও এভারকেয়ারে ডা. জুবাইদা
- ৫ চিকিৎসকরা ‘সেফ টু ফ্লাই’ সার্টিফাই করলেই লন্ডন নেওয়া হবে খালেদাকে