ভিডিও ENG
  1. Home/
  2. রাজনীতি

সাম্প্রদায়িক বিষবৃক্ষ উপড়ে ফেলাই আজকের অঙ্গীকার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০২:৪৬ এএম, ১৬ ডিসেম্বর ২০১৭

দেশ থেকে সাম্প্রদায়িক বিষবৃক্ষের মূল উৎপাটন করাই হবে আজকের অঙ্গীকার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার ভোরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে বিজয় দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সাম্প্রদায়িক বিষবৃক্ষের শেকড় উপড়ে ফেলতে পারলেই আমাদের বিজয় পূর্ণতা পাবে। এই শক্তির কারণে আমাদের বিজয় কিছুটা অসম্পূর্ণ রয়ে গেছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির ঘরে গণতন্ত্র নেই বলে দেশের গণতন্ত্র চোখে পড়ে না।

তিনি বলেন, অসাম্প্রদায়িক চেতনায় দেশ গঠনে আগামী বছর বিজয়ের মাসে অনুষ্ঠিত নির্বাচনে সাম্প্রদায়িক শক্তিকে জনগণ উচিত জবাব দেবে।

এইউএ/এআরএস/এমএস

আরও পড়ুন