বিএনপির আরও দুই নেতা বহিষ্কার
বিএনপি থেকে আরও দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। দলটির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার এ তথ্য জানানো হয়েছে।
তবে বহিষ্কার করা দুই নেতার সুর্নিদিষ্ট কোনো পদ-পদবি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। এমনকি তারা কোন এলাকার নেতা তাও বলা হয়নি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের জন্য অ্যাডভোকেট এবিএম ওয়ালিউর রহমান খান ও অ্যাডভোকেট মনির হোসেনকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।’
উল্লেখ্য, উপজেলা নির্বাচনসহ বিভিন্ন ইস্যুতে এখন পর্যন্ত মোট ১৩০ জনের বেশি নেতাকে বহিষ্কার করল বিএনপি।
কেএইচ/জেডএ/এমকেএইচ
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ নির্বাচন বিলম্বিত না করার লক্ষ্যেই বিএনপি প্রার্থীরা মাঠে রয়েছেন
- ২ কিন্ডারগার্টেনের জন্য সরকারি নীতিমালার আশ্বাস আমিনুল হকের
- ৩ বিএনপি সবসময়ই প্রতিশ্রুতির রাজনীতিতে বিশ্বাসী: রিজভী
- ৪ খালেদা জিয়াকে দেখতে আবারও এভারকেয়ারে ডা. জুবাইদা
- ৫ চিকিৎসকরা ‘সেফ টু ফ্লাই’ সার্টিফাই করলেই লন্ডন নেওয়া হবে খালেদাকে