ভিডিও ENG
  1. Home/
  2. রাজনীতি

চুয়াডাঙ্গা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজু বহিষ্কার

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৬:০০ এএম, ২৪ ডিসেম্বর ২০২০

চুয়াডাঙ্গা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবুল হক মালিক মজুকে বহিষ্কার করা হয়েছে।

দলের সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে দলীয় গঠনতন্ত্রের ৫ (গ) ধারা মোতাবেক চুয়াডাঙ্গা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুল হক মালিক মজুকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

কেএইচ/জেএইচ