বিকেলে ৫ বিভাগের তৃণমূল নেতাদের সঙ্গে বসছে বিএনপি

দ্বিতীয় দফায় কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় সভার অংশ হিসেবে দ্বিতীয় দিনে পাঁচ বিভাগের তৃণমূল নেতাদের সঙ্গে সভা করবে বিএনপির হাইকমান্ড।
বুধবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে। বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
তিনি বলেন, আজ দ্বিতীয় দিনে ১২৯ জনের সঙ্গে মতবিনিময় হবে। এর মধ্যে চট্টগ্রাম বিভাগের ৩৭ জন, কুমিল্লা বিভাগের ২৩ জন, ময়মনসিংহ বিভাগের ১৮ জন, সিলেট বিভাগের ১৪ জন, রংপুর বিভাগের ১৭ জন ও জেলা সভাপতি (জাতীয় নির্বাহী কমিটির সদস্য নয়) ২০ জন।
গুলশান সূত্রে জানা গেছে, দ্বিতীয় দফা বৈঠকের প্রথম দিনে ২১ সেপ্টেম্বর ঢাকা বিভাগের ১০৮ জন, ফরিদপুর বিভাগ ১৪ জন এবং জেলা সভাপতি (জাতীয় নির্বাহী কমিটির সদস্য নয়) ১২৬ জনের সঙ্গে মতবিনিময়ের কথা থাকলেও সেখানে ৭৫ জন উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এছাড়াও আগামীকাল তৃতীয় দিন ২৩ সেপ্টেম্বর ১০৮ জনের সঙ্গে মতবিনিময় হবে। এর মধ্যে খুলনা বিভাগের ৩২ জন, রাজশাহীর ৩৫ জন, বরিশালের ২৭ জন, ১৪ জন জেলা সভাপতি (জাতীয় নির্বাহী কমিটির সদস্য নয়) এতে অংশ নেবেন।
এর আগে ১৪, ১৫, ১৬ সেপ্টেম্বর বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য, ভাইস চেয়ারম্যান, যুগ্ম-মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, সহ-সাংগঠনিক সম্পাদক, সম্পাদক, সহ-সম্পাদক, দলের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর শীর্ষনেতাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
কেএইচ/এআরএ/এমএস
বিজ্ঞাপন
সর্বশেষ - রাজনীতি
- ১ তারেক রহমান ও বিএনপিকে ঘিরেই কূটনৈতিক হিসাব-নিকাশ করছে ভারত
- ২ শুধু হাসিনা নয়, আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত: ফখরুল
- ৩ জামায়াতের এবারের চীন সফর গুরুত্বপূর্ণ: গোলাম পরওয়ার
- ৪ অতীতে ক্ষমতাসীনরা মুক্তিযোদ্ধাদের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে
- ৫ প্রধানমন্ত্রী-স্পিকারের আগে মাননীয় বলা থেকেই স্বৈরতন্ত্রের জন্ম