ভিডিও ENG
  1. Home/
  2. রাজনীতি

টঙ্গীতে অবরোধ তুলে নিলেন মেয়র জাহাঙ্গীরবিরোধীরা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৮:২৫ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২১

গাজীপুরের টঙ্গীতে দুই ঘণ্টারও বেশি সময় রেলপথ ও সড়ক অবরোধ করে রাখার পর সরে গেছেন সিটি করপোরেশনের (জিসিসি) মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে আন্দোলনকারীরা।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে শুরু করা এ অবরোধ সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে শেষ করেন তারা।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাসুদ জাগো নিউজকে বলেন, এখন সড়ক ও রেলপথ স্বাভাবিক রয়েছে।

এর আগে জাহাঙ্গীরের ‘বক্তব্য’ বলে অনলাইনে একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর টঙ্গী পশ্চিম থানা আওয়ামী লীগের ব্যানারে একদল নেতাকর্মী আন্দোলনে নামেন। ওই ভিডিওতে মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা, বঙ্গবন্ধুর স্বাধিকার আন্দোলনসহ বিভিন্ন বিষয়ে আপত্তিকর মন্তব্য শোনা যায়। যদিও মেয়রের দাবি, যে ভিডিওটি ফেসবুকে ছড়িয়েছে, সেটি মিথ্যা ও বানোয়াট।

jagonews24

আন্দোলনকারীরা এ ধরনের বক্তব্য দেওয়ায় মেয়রের শাস্তি দাবিতে টঙ্গী এলাকায় মানববন্ধনের আয়োজন করেন। মানববন্ধন শেষে বিকেল ৫টা থেকে টঙ্গীর সড়ক ও রেলপথ বন্ধ করে দেন তারা।

দুই ঘণ্টারও বেশি সময় তাদের সড়ক অবরোধের কারণে বিমানবন্দর থেকে টঙ্গী পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে কর্মস্থল থেকে ঘরমুখো মানুষ।

টিটি/এইচএ

আরও পড়ুন