ভিডিও ENG
  1. Home/
  2. রাজনীতি

গ্যাসের দাম বাড়লে দুর্বিষহ হয়ে উঠবে জনজীবন: ন্যাপ

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৯:৫৫ পিএম, ০৪ জুন ২০২২

দেশের গ্যাস বিতরণ কোম্পানি এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) কমিশন নির্ধারিত ছকে রবি অথবা সোমবার গ্যাসের দাম বাড়ানোর ঘোষণা দিতে পারে— এমন খবরে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করেছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ)।

ন্যাপ মনে করে, গত দশ বছরে কয়েক দফায় গ্যাসের দাম বাড়ানোর ফলে মানুষের জীবনযাপন কঠিন হয়ে পড়ছে। আবাসিক গ্যাসের দাম আবার বাড়ালে বিষয়টি ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’। ফলে মানুষের জীবন আরও দুর্বিষহ হয়ে উঠবে।

শনিবার (৪ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন পার্টির চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া।

নেতৃদ্বয় বলেন, নিত্যপণ্যের দাম ঊর্ধ্বগতিতে জনজীবন যখন দুর্বিষহ তখন আবাসিক গ্যাসের দাম বাড়ানো একেবারেই অযৌক্তিক। দেশের ভেতরে যে গ্যাস রয়েছে সেটা সরকার উত্তোলন করে না। বরং বিদেশ থেকে আমদানির ওপর গুরুত্ব দিয়ে থাকে, যা একটা অসাধুচক্রকে ব্যবসা পাইয়ে দিতে, বিশেষ সুবিধা দিতেই করা হচ্ছে। সরকারকে মনে রাখতে হবে আবাসিক গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত বাস্তবায়ন হলে জনজীবন, সমাজ ও অর্থনীতিতে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে।

তারা বলেন, সরকারের ভুলনীতি, অব্যবস্থাপনা, সিস্টেম লস ও দুর্নীতি দূর করার কার্যকর উদ্যোগ না নিয়ে গ্রাহক পর্যায়ে গ্যাসের দাম বাড়ানোর প্রক্রিয়া জনবিরোধী। সরকারকে গ্যাসের দাম বাড়ানোর প্রক্রিয়া থেকে সরে আসা উচিত। ভোক্তাদের সংগঠন কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) মতে, গ্যাসের দাম ১ শতাংশও বাড়ানোর প্রয়োজন নেই বরং কমানোর সুযোগ রয়েছে।

বিবৃতিতে বলা হয়, অনিয়ম, অপচয় ও ব্যস্থাপনা ত্রুটি দূর করে গ্যাসের দাম যৌক্তিক পর্যায়ে রাখা উচিত। এটাই এ মুহূর্তে জনগণের প্রত্যাশা। গ্যাসের দাম বাড়ানো হলে শহরের বাইরের মানুষ জ্বালানি হিসেবে কাঠ ব্যবহারে দিকে ঝুঁকে পড়বে। এতে কাঠের ব্যবহার বাড়বে। ফলে বৃক্ষ ও বনভূমি উজাড় হবে। বিনষ্ট হবে দেশের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশ। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে ক্ষতিগ্রস্ত হবে দেশের কৃষি, অর্থনীতি, অবকাঠামো এবং মানুষের জীবন-জীবিকা।

কেএইচ/এমএএইচ/জেআইএম