ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

শেখ হাসিনার নেতৃত্বে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ১২:১৩ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৬

স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ৫ জানুয়ারির নির্বাচনের পর ২০ দলীয় জোট যেভাবে অগ্নি সন্ত্রাস, রাস্তা-ঘাট কেটে মানুষ হত্যা, বাস পুড়িয়ে শ্রমিকদের হত্যা ও বাড়ি-ঘর পুড়িয়ে সম্পদ বিনষ্ট করার পর শেখ হাসিনার নেতৃত্বে এখন ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ।

রোববার দুপুরে লক্ষ্মীপুর জেলা সার্কিট হাউজে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ৭১ সালে যেভাবে শেখ মুজিবুর রহমানের ডাকে আমরা সকল জনগণ ঐক্যবদ্ধভাবে স্বাধীনতা যুদ্ধে অংশ গ্রহণ করেছিলাম, এমনিভাবে বর্তমানে জনগণকে সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নে এগিয়ে যাচ্ছে।

জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরীর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল, সংসদ সদস্য আব্দুল্লাহ আল মামুন, চট্রগ্রাম রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত পুলিশ সুপার শরীফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক অ্যাড. নুর উদ্দিন চৌধুরী নয়ন, পৌর মেয়র আবু তাহের প্রমুখ।
 
কাজল কায়েস/এআরএ/পিআর