নয়াপল্টনে এপিসি ও জলকামান
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মহিলা দলের র্যালিকে কেন্দ্র করে বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের দুইপাশে আর্ম পুলিশ কার (এপিসি) ও জলকামান নিয়ে আসা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় কার্যালয়ের কার্যালয়ের পূর্ব ও পশ্চিমপাশে এগুলো নিয়ে আসা হয়।
মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা বলেন, যে কোন মূল্যে আমরা র্যালি করবো। তবে পুলিশ এখনো র্যালি করার অনুমতি দেয়নি। 
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর র্যালির উদ্বোধন করার কথা থাকলেও বেলা সোয়া ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি কার্যালয়ের সামনে আসেননি।
এমএম/জেএইচ/পিআর