ক্ষমতাসীনদের প্রতি অতিমাত্রায় খড়গহস্ত ইসি : হানিফ
নিরপেক্ষতার নামে নির্বাচন কমিশন পক্ষপাতিত্ব করছে- এমন অভিযোগ তুলে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, নিরপেক্ষতার প্রমাণ দিতে গিয়ে ক্ষমতাসীন দলের প্রতি অতিমাত্রায় খড়্গহস্ত হয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আর তা কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না।
বৃহস্পতিবার বিকেলে ইসি সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের সঙ্গে সাক্ষাতের পর তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
হানিফ আজ এমন অভিযোগ আনলেও গত ২৮ ফেব্রুয়ারি বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছিলেন, ‘এই নির্বাচন কমিশন আসলে আজ্ঞাবহ। এর কোনো মেরুদণ্ড নেই। সরকারের বেআইনি ইচ্ছা, সবকিছু একচেটিয়া দখল করে নেয়ার যে ইচ্ছা, সেসবকে সিলমোহর দেয়ার জন্য কাজ করছে ইসি।’
এক সময়ে যারা নির্বাচন বানচালের অপচেষ্টা করেছে, তারাও ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অংশ নিচ্ছে- এমন মন্তব্য করে হানিফ আরো বলেন, দলীয়ভাবে নির্বাচন হওয়ায় স্বাভাবিকভাবে মানুষের মধ্যে আগ্রহ, সাড়া ও উদ্দীপনা আছে। পাশাপাশি অনেক রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিয়েছে।
হানিফ আরো বলেন, ইসির কাছে আমাদের সুনির্দিষ্ট পর্যবেক্ষণ এবং অভিযোগ তুলে ধরেছি। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে তারা সব ধরনের আইন প্রয়োগ করতে পারেন। কিন্তু নিরপেক্ষ থাকার দোহাই দিয়ে ক্ষমতাসীন দলের উপর আইনের খড়্গ চাপালে তা কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। সেই বিষয়টি সিইসিকে জানিয়েছি। আমরা আশা করি, আমাদের অভিযোগগুলো বিবেচনা করবেন, যাতে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়।
আচরণবিধি লঙ্ঘনে এমপিদের বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা
ইউপি নির্বাচনে আওয়ামী লীগ বিদ্রোহীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে। বৃহস্পতিবার হানিফ সতর্ক করে দিয়েছেন, আমরা এমপিদের সতর্ক করে দেবো, যাতে কোনোভাবে আচরণবিধি লঙ্ঘনের মধ্যে না যান। যদি আচরণবিধি লঙ্ঘন করেন, তবে তদন্ত সাপেক্ষে দলীয়ভাবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।
তিনি বলেন, আমরা গণমাধ্যমের মাধ্যমে জেনেছি, একজন সংসদ সদস্যের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এসেছে। আমরা ইসিকে নির্বাচন অবাধ, সুষ্ঠু করার স্বার্থে বিদ্যমান যে আইন রয়েছে, তার সর্বোচ্চ প্রয়োগ করার জন্য বলেছি। সরকারি দল বা অন্য দলের সংসদ সদস্য হোক, তা ইসির কাছে বিবেচ্য হতে পারে না। আমরা এ বিষয়ে নির্বাচন কমিশনকে সম্পূর্ণ সমর্থন দিয়ে যাবো।
বিএনপির প্রার্থী খুঁজে পায়নি বলেই অনেক জায়গায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী নির্বাচিত হয়েছেন বলেও মন্তব্য করেন হানিফ।
এএসএস/এনএফ/পিআর