ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

সব ক্ষমতা এখন খালেদার হাতে

প্রকাশিত: ০৫:৫২ পিএম, ১৯ মার্চ ২০১৬

দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম তথা জাতীয় স্থায়ী কমিটি ও জাতীয় নির্বাহী কমিটি গঠনের একক ক্ষমতা এখন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হাতে।

শনিবার রাতে দলের ষষ্ঠ জাতীয় কাউন্সিলের দ্বিতীয় পর্বের অধিবেশনে তাকে সর্বসম্মতিতে এই ক্ষমতা দেন উপস্থিত কাউন্সিলররা।

রাত ৯টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন কাউন্সিলের সামনে এ-সংক্রান্ত প্রস্তাব করলে সবাই তাতে সম্মতি দেন।

কাউন্সিলরদের উদ্দেশে মোশাররফ বলেন, “বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ওপর আমাদের আস্থা আছে। তিনি স্থায়ী কমিটির সদস্য নির্বাচন ও নির্বাহী কমিটি গঠন করবেন। তার ওপর এ দায়িত্ব অর্পণে আমাদের কি আস্থা আছে?”

তখন কাউন্সিলররা একযোগে ‘হ্যাঁ’ বলে সম্মতি জানান।

এর আগে বিএনপির গঠনতন্ত্র সংশোধনের প্রস্তাবও পাস হয় কাউন্সিলে।

শনিবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের চত্বরে কাউন্সিলের উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হয়।

এরপর বিকেলে ইনস্টিটিউশনের মিলনায়তনে কাউন্সিলরদের নিয়ে শুরু হয় দ্বিতীয় পর্ব। সেখানে দলের সাংগঠনিক রিপোর্ট উপস্থাপনের পর তৃণমূলের নেতারা এর ওপর আলোচনায় অংশ নেন।

এমএম/বিএ

আরও পড়ুন