ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

বিএনপির কাউন্সিল নতুন অধ্যায়ের সূচনা করেছে

প্রকাশিত: ০৫:৫৫ এএম, ২১ মার্চ ২০১৬

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সদ্য সমাপ্ত দলটির কাউন্সিলের মাধ্যমে রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। ইতিবাচক রাজনীতি সূচনা হয়েছে।

সোমবার বেলা সোয়া ১১টায় নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

কাউন্সিল শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, খালেদা জিয়া কাউন্সিলে তার বক্তব্যে দেশে চলমান সংকট মোকাবেলায় করণীয় তুলে ধরেছেন।

ফখরুল বলেন, খালেদা জিয়া কাউন্সিলে যে বক্তব্য দিয়েছেন তা সবার সঙ্গে আলাপ আলোচনা করে পরবর্তীতে চূড়ান্ত করা হবে।

BNP

কাউন্সিলের মাধ্যমে বিএনপির নেতাকর্মীদের মধ্যে নতুন করে জাগরণ সৃষ্টি হয়েছে এবং নতুন করে উজ্জিবীত হয়েছেন বলেও মনে করেন মির্জা ফখরুল।

কাউন্সিল পূর্ববর্তী ও পরবর্তী অনুষ্ঠান সুন্দরভাবে প্রচার করায় গণমাধ্যম কর্মীদেরকে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানান তিনি। গণমাধ্যমের রিপোর্ট সম্মেলনকে উপকৃত করেছে বলেও মনে করেন ফখরুল।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, অর্থ বিষয়ক সম্পাদক আবদুস সালাম, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন প্রমূখ।

এমএম/এসকেডি/এমএস