ভিডিও ENG
  1. Home/
  2. রাজনীতি

খালেদা জিয়ার কিছু হলে দায় সরকারের: জামায়াত

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৬:২৯ পিএম, ০৩ অক্টোবর ২০২৩

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পরিবারের পছন্দ অনুযায়ী সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। নতুবা খালেদা জিয়ার কিছু হলে সে দায় সরকারকেই বহন করতে হবে বলে মন্তব্য করেছে দলটি।

মঙ্গলবার (৩ অক্টোবর) জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমানের সই করা এক বিবৃতিতে এ আহ্বান জানায় দলটি।

আরও পড়ুন: আইনের দোহাই দিয়ে একজন প্রবীণ নাগরিককে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে

বিবৃতিতে বলা হয়, ‘দীর্ঘদিন ধরে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। তিনি নানা জটিল রোগে আক্রান্ত। পরিবার, দল ও দেশবাসীর পক্ষ থেকে তাকে বিদেশে চিকিৎসার ব্যবস্থা গ্রহণের সুযোগ দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। কিন্তু সরকার তাকে বিদেশে চিকিৎসা গ্রহণের সুযোগ থেকে বঞ্চিত করেছে। যে কোনো নাগরিকেরই সুচিকিৎসা পাওয়ার অধিকার রয়েছে। সরকারের বৈরিতার শিকার হয়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া যথাযথ চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছেন।’

‘খবর নিয়ে যতটুকু জানতে পেরেছি, তাতে খালেদা জিয়ার অবস্থা খুবই সংকটাপন্ন। এ অবস্থায় তার উন্নত চিকিৎসা খুবই প্রয়োজন। সরকারের অবহেলার কারণে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কোনো কিছু হলে সরকারকেই তার দায়-দায়িত্ব বহন করতে হবে।’

আরও পড়ুন: প্রধানমন্ত্রী যে মহানুভবতা দেখাচ্ছেন তা অনেক বেশি

এতে আরও বলা হয়, ‘অবিলম্বে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পরিবারের পছন্দ অনুযায়ী চিকিৎসার ব্যবস্থা গ্রহণের সুযোগ দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।’

কেএইচ/কেএসআর/জেআইএম