রাজনৈতিক নয়, সন্ত্রাসী কর্মসূচি দিচ্ছে বিএনপি: হানিফ
রাজনৈতিক নয়, সন্ত্রাসী কর্মসূচি দিচ্ছে বিএনপি এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ। মঙ্গলবার (২১ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘হরতাল-অবরোধ-আগুন সন্ত্রাস: বন্ধ হোক এই অপরাজনীতি’ শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন।
গৌরব ৭১ ও স্বাধীনতা সাংবাদিক ফোরাম এ আলোচনা সভার আয়োজন করে। সভায় হানিফ বলেন, ১৮৬টা পরিবহনে আগুন দিয়েছে। রাজনীতির সঙ্গে আগুনের সম্পর্ক কী। আগুন দিয়ে ধ্বংস করা তো কোনো রাজনৈতিক কর্মসূচি হতে পারে না। এগুলো তো জঙ্গি বা সন্ত্রাসীদের কাজ। গণতন্ত্রের কথা বলেন, মানবতার কথা বলেন আর অন্যের বাসে আগুন দিয়ে পোড়ান।
তিনি বলেন, গণমাধ্যমে বলা হয় বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। আপনারা তাদেরকে কেন বলছেন এরা তো বিএনপির লোকজন। পুলিশ তাদের গ্রেফতার করছে।
হানিফ বলেন, বিএনপি হরতাল অবরোধের নামে যে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে আশা করি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এগুলো দমন করবে। বিএনপির এসব সন্ত্রাসী কার্যক্রম যদি আরও বেড়ে যায় তবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগও দমন করবে।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি আব্দুল কুদ্দুস, বিএফইউজের সাবেক সভাপতি ইকবাল সোবহান চৌধুরী, ডিইউজের সহ-সভাপতি মানিক লাল ঘোষ, যুগ্ম-সাধারণ সম্পাদক খায়রুল আলম প্রমুখ।
আরএসএম/এসএনআর/জিকেএস
সর্বশেষ - রাজনীতি
- ১ তারেক রহমানের নির্বাচনি সফর কি সিলেট থেকেই শুরু হচ্ছে?
- ২ স্বৈরাচারের সঙ্গে কখনো আপস করেননি খালেদা জিয়া: আমীর খসরু
- ৩ দুই দেশ সহযোগিতার মাধ্যমে এগিয়ে যেতে চাই: হুমায়ুন কবির
- ৪ ব্যারিস্টার কাজলের নেতৃত্বে বিএনপির আইনি সহায়তা সাব-কমিটি গঠন
- ৫ ছোট দলগুলোকে মন্ত্রী-এমপির প্রস্তাব দিয়ে বিলীন করে দেওয়া হচ্ছে