মুজিবনগর সরকার বাংলাদেশের ইতিহাসের মাইলফলক
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, মুজিবনগর সরকার বাংলাদেশের ইতিহাসের মাইলফলক। বাংলাদেশের জন্য মুজিবনগর সরকারের গুরুত্ব অপরিসীম।
শনিবার বিকেলে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
সৈয়দ আশরাফ বলেন, ১৯৭১ সালের ১০ এপ্রিল ১৯৭০ এর নির্বাচনে বিজয়ী জাতীয় পরিষদের সদস্যরা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সরকার গঠন করেন এবং এই সরকার ১৭ এপ্রিল কুষ্টিয়ার মেহেরপুরের বৈদ্যনাথতলার (যেটিকে পরে মুজিবনগর নামে নামকরণ করা হয়) একটি আমবাগানে শপথ গ্রহণ করেন। এরপর ১৭ এপ্রিল শপথ নিলেও ১০ এপ্রিল সরকার গঠনের পর সেই দিনই তারা স্বাধীনতার ঘোষণাপত্র গ্রহণ করেন। আওয়ামী লীগের ইতিহাসে অভিষেক অনুষ্ঠান করা হয় না।
এসময় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান চালু করে যেভাবে ইতিহাস সৃষ্টি করলো, এরপর থেকে প্রতিটি জেলা এবং উপজেলায় এ রকম অনুষ্ঠান চালুর তাগিদ দেন।
অভিষেক অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক বাণিজ্যমন্ত্রী ফারুক খান, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ চৌধুরী, বিএম মোজাম্মেল হক, শ্রমবিষয়ক সম্পাদক হাবীবুর রহমান সিরাজী, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ডাবলু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাড. আফজাল হোসেন প্রমুখ।
আল-মামুন সাগর/এআরএ/পিআর
সর্বশেষ - রাজনীতি
- ১ নির্বাচনি প্রচারণার প্রথম দিনে বিএনপির পাঁচ কর্মসূচি প্রকাশ
- ২ কোনো দল যেন নির্বাচনে কারচুপির স্পর্ধা না দেখায়: রুমিন ফারহানা
- ৩ ২০০০ টাকার ফ্যামিলি কার্ড নিতে ১০০০ ঘুষ দেওয়া লাগবে না তো
- ৪ নতুন রূপে ফ্যাসিবাদ এলে কঠিন পরিণতির হুঁশিয়ারি জামায়াত আমিরের
- ৫ ঢাকা-১১ আসনে ধানের শীষের প্রার্থী এম এ কাইয়ুমের প্রচারণা শুরু