ভিডিও ENG
  1. Home/
  2. প্রবাস

প্রবাসী সম্মাননা পেলেন ফারুক আহমদ

আহমাদুল কবির | প্রকাশিত: ১২:৪৪ পিএম, ০৪ জানুয়ারি ২০২৬

ব্রিটেনে বাংলাদেশি প্রবাসী কমিউনিটিতে দীর্ঘদিন ধরে সমাজসেবা, শিক্ষা বিস্তার এবং প্রবাসীদের ন্যায্য অধিকার আদায়ে বলিষ্ঠ ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ যুক্তরাজ্যপ্রবাসী সমাজসেবক ও শিক্ষানুরাগী শেখ ফারুক আহমদ (পিএইচএফ)-কে ‘প্রবাসী সম্মাননা’ দেওয়া হয়েছে।

সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার (২৭ ডিসেম্বর) সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে প্রথমবারের মতো আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব আব্দুল নাসের খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক। এ সময় জনপ্রতিনিধি, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, বিভিন্ন দেশের প্রবাসী কমিউনিটি নেতা এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রবাসী সম্মাননা পেলেন ফারুক আহমদ

শেখ ফারুক আহমদ যুক্তরাজ্যের বাংলাদেশি কমিউনিটিতে একটি পরিচিত নাম। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সমাজসেবামূলক সংগঠনের সঙ্গে যুক্ত থেকে মানবকল্যাণে প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছেন। প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের সমস্যা, অধিকার ও দাবি আদায়ে তিনি সবসময় সক্রিয় ও সোচ্চার ভূমিকা রেখেছেন।

তিনি প্রেসিডেন্সিয়াল মেম্বার সার্কেল ২৫ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে-এর সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকার পাশাপাশি পলাশ সেবা ট্রাস্ট-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করছেন।

এছাড়া তিনি হাউস অব গিভিং ফাউন্ডেশন ইউকে-এর ট্রাস্টিশিপ ও আজীবন সদস্য এবং বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্ট ও জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্ট (ইউকে)-এর সঙ্গে সম্পৃক্ত থেকে শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।

প্রবাসী সম্মাননা পেলেন ফারুক আহমদ

রোটারি আন্দোলনেও তার ভূমিকা উল্লেখযোগ্য। তিনি রোটারি ক্লাব অব জালালাবাদের অভিষেক কমিটির সভাপতি (১৯৯৫) এবং রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮০-এর ইন্টার সিটি কনফারেন্স কমিটিতে দায়িত্ব পালন করেন (১৯৯৪)।

সমাজসেবা, শিক্ষা বিস্তার, সাহিত্যচর্চা ও প্রবাসী কমিউনিটির কল্যাণে তার বহুমুখী ও দীর্ঘদিনের অবদানের স্বীকৃতিস্বরূপ ‘প্রবাসী সম্মাননা’ প্রদানকে সংশ্লিষ্ট মহল একটি গৌরবজনক ও সম্পূর্ণভাবে প্রাপ্য অর্জন হিসেবে দেখছেন।

স্থানীয় সমাজকর্মী, শিক্ষাবিদ ও প্রবাসী নেতাদের মতে, শেখ ফারুক আহমদের এই সম্মাননা নতুন প্রজন্মের প্রবাসীদের দেশ ও সমাজের কল্যাণে আরও বেশি করে কাজ করতে অনুপ্রাণিত করবে।

এমআরএম/জেআইএম