ভিডিও ENG
  1. Home/
  2. প্রবাস

মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনে বিএনসিসি প্রতিনিধি দলের সাক্ষাৎ

মোহাম্মদ মাহামুদুল | প্রকাশিত: ১০:০২ এএম, ১০ জানুয়ারি ২০২৬

আন্তর্জাতিক ক্যাডেট বিনিময় কর্মসূচিতে অংশগ্রহণকারী বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের একটি প্রতিনিধি দল মালদ্বীপে অবস্থানকালে বাংলাদেশ হাইকমিশনে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

প্রতিনিধি দলটি মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলামের সঙ্গে বাংলাদেশ হাইকমিশনের চ্যান্সারি ভবনে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে বাংলাদেশ-মালদ্বীপ দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়।

আলোচনায় বিশেষভাবে সামরিক প্রশিক্ষণ, ক্যাডেট ও যুব পর্যায়ে বিনিময় কর্মসূচি, ভবিষ্যৎ যৌথ কার্যক্রম এবং উদীয়মান সামরিক নেতৃত্বের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম প্রতিরক্ষা কূটনীতিকে বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্কের একটি অগ্রাধিকারপ্রাপ্ত স্তম্ভ হিসেবে উল্লেখ করে বলেন, আন্তর্জাতিক ক্যাডেট বিনিময় কর্মসূচির মতো উদ্যোগ ভবিষ্যৎ সামরিক নেতাদের মধ্যে আস্থা, শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি এ ধরনের কর্মসূচিকে বাংলাদেশের সামরিক সফট পাওয়ার ও সামরিকভিত্তিক জনকূটনীতির একটি কার্যকর মাধ্যম হিসেবে অভিহিত করেন এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

আন্তর্জাতিক ক্যাডেট বিনিময় কর্মসূচি ২০২৬ মালদ্বীপে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বাংলাদেশ, মালদ্বীপ, ভারত, শ্রীলঙ্কা ও নেপালের ক্যাডেটদের অংশগ্রহণে। এ কর্মসূচি আঞ্চলিক শান্তি, সহযোগিতা ও আস্থাবর্ধক ব্যবস্থার প্রতি অংশগ্রহণকারী দেশগুলোর যৌথ অঙ্গীকারের প্রতিফলন।

মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনে বিএনসিসি প্রতিনিধি দলের সাক্ষাৎ

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের প্রতিনিধি দলটি ৩০ ডিসেম্বর ২০২৫ মালদ্বীপে আগমন করে এবং ৯ জানুয়ারি ২০২৬ কর্মসূচি শেষে দেশে প্রত্যাবর্তনের কথা রয়েছে। প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল আবু সাঈদ আল মাসুদ, মহাপরিচালক।

কর্মসূচির অংশ হিসেবে প্রতিনিধি দলটি মালদ্বীপের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও স্থাপনা পরিদর্শন করে। এর মধ্যে রয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, পলিসি একাডেমি, মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্স, হাউজিং ডেভেলপমেন্ট কর্পোরেশন, ট্রান্স মালদিভিয়ান এয়ারওয়েজ টার্মিনাল, মালে শহরের ঐতিহাসিক স্থানসমূহ, কে. হুরা দ্বীপ, কোস্ট গার্ড জাহাজ ‘হুরাভী’, গিরিফুশি প্রশিক্ষণ কেন্দ্র, ক্রস রোডস মালদ্বীপ, ভিলিমালে ফায়ার অ্যান্ড রেসকিউ ট্রেনিং স্কুল এবং মেরিটাইম রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টার।

পরিদর্শন ও মতবিনিময়ের মাধ্যমে ক্যাডেটরা মালদ্বীপের প্রতিরক্ষা অবকাঠামো, সামুদ্রিক নিরাপত্তা, দুর্যোগ ব্যবস্থাপনা এবং প্রশিক্ষণ ব্যবস্থার ওপর বাস্তব ধারণা লাভ করেন।

এছাড়া প্রতিনিধি দলটি মালদ্বীপের প্রতিরক্ষা উপমন্ত্রী, চিফ অব ডিফেন্স ফোর্স, পুলিশ কমিশনার ও শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন, যা দুই দেশের প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতা আরও সুদৃঢ় করেছে।

এই সফর বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে সামরিক থেকে সামরিক, প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠান এবং জনগণ থেকে জনগণের সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে যুব ও ক্যাডেট পর্যায়ে পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা বৃদ্ধিতে এটি সহায়ক হয়েছে।

উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কর্মসূচির সমাপ্তি ঘটে, যা বাংলাদেশ ও মালদ্বীপের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় প্রতিরক্ষা কূটনীতি ও সামরিক সফট পাওয়ার ব্যবহারের যৌথ অঙ্গীকারকে পুনর্ব্যক্ত করে।

এমআরএম/এমএস