ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

কাতারে বরিশাল বিভাগীয় পরিষদের ইফতার মাহফিল

প্রকাশিত: ০৩:২০ এএম, ২৩ জুন ২০১৬

কাতারে বরিশাল বিভাগীয় পরিষদের আয়োজনে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কাতারের রাজধানী দোহা-জাদিদ ঢাকা রেস্টুরেন্টে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি সফিকুল কাদেরের সভাপতিত্বে ও মোখলেসুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি বাকের মাতাব্বর, সাধারণ সম্পাদক মাহবুব আলম, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, অর্থ সম্পাদক সাহাবুদ্দিন সামু, প্রচার সম্পাদক কামাল সিকদার প্রমুখ।

বক্তারা বলেন, ঐতিহ্যবাহী বরিশাল বিভাগে বাংলার বাঘখ্যাত শের-ই-বাংলা এ কে ফজলুল হক, তফাজ্জল হোসেন মানিক মিয়া, আবদুর রব সেরনিয়াবাদ, কবি জীবনানন্দ দাশ, সুফিয়া কামাল, আহসান হাবীবসহ অনেক কীর্তিমান ব্যক্তি জন্মগ্রহণ করেছেন। এসব ব্যক্তিদের জীবনাদর্শন আমাদেরকে অনুপ্রেরণা জোগায় বরিশাল বিভাগের উন্নয়নে কাজ করার।

বরিশাল বিভাগের বিভিন্ন পর্যটন স্থানের উন্নয়নে সর্বপ্রকার সহায়তা করাসহ বিভিন্ন ধরনের কার্যক্রমে কাতার প্রবাসী বরিশালের অধিবাসীরা কাজ করার অগ্রহ প্রকাশ করেন।

অনুষ্ঠানে কাতারে অবস্থিত বাংলাদেশিদের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী সংগঠনের নেতাসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ইফতারের আগ মুহূর্তে দেশ, জাতি ও মুসলিম উম্মাহের সুখ-শান্তি সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।

এআরএস/এবিএস