ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

খালেদা জিয়ার প্রতি আমাদের আকুলতা এবং নীরব শক্তির প্রতিচ্ছবি

রহমান মৃধা | প্রকাশিত: ০৯:২৮ এএম, ৩০ নভেম্বর ২০২৫

উপমহাদেশের সমৃদ্ধ কিন্তু উত্তাল ইতিহাসে খালেদা জিয়ার নাম এক আলাদা অধ্যায়। ব্যক্তিগত বেদনা এবং রাজনৈতিক টানাপড়েনের মধ্যেই তিনি গড়ে তুলেছিলেন এক অদম্য পরিচয় যা তাকে দেশের সর্বোচ্চ ক্ষমতার কেন্দ্রে নিয়ে যায়। তিনি ১৯৯১ থেকে ১৯৯৬ এবং ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং দেশের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে অনন্য মর্যাদা অর্জন করেন।

একটি সাধারণ সংসারে বড় হয়ে জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি হওয়া, স্বামীর হত্যার পর আকস্মিকভাবে রাজনীতিতে উঠে আসা এবং দলকে নেতৃত্ব দেওয়া তাকে এক অনন্য উচ্চতায় তুলে ধরে। তার আদর্শ, সিদ্ধান্ত গ্রহণের দৃঢ়তা এবং রাষ্ট্র পরিচালনায় প্রভাব বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে দীর্ঘস্থায়ী ছাপ রেখে গেছে।

দুর্নীতির বিরুদ্ধে অবস্থান, শিক্ষা ও অর্থনৈতিক সংস্কারের প্রতি মনোযোগ এবং রাজনৈতিক অঙ্গনে তার দৃঢ়তা তাকে সমর্থক ও সমালোচকের আলোচনায় রাখে। ২০০৮ সালের মামলায় তোলা বিভ্রান্তিকর অভিযোগ এবং দীর্ঘ আইনি লড়াই তার রাজনৈতিক যাত্রায় গভীর প্রভাব ফেলে। ২০২৫ সালের জানুয়ারিতে শীর্ষ আদালত তাকে অভিযোগ থেকে অব্যাহতি দিলে তার প্রতি নতুন দৃষ্টিভঙ্গি তৈরি হয়।

গত এক বছরে তার শারীরিক অবস্থার অবনতি নিয়ে মানুষের উদ্বেগ বেড়েছে। এই বছরের মে মাসে লন্ডনে চিকিৎসা শেষে দেশে ফেরার পর হঠাৎ অবস্থার আরও অবনতি ঘটে এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন যে অনুকূল নয় এমন শ্বাসনালী সংক্রমণ বা নিউমোনিয়ার কারণে তিনি কোরোনারি কেয়ার ইউনিটে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। দল মত নির্বিশেষে মানুষ তার সুস্থতার জন্য দোয়া করছেন।

চিকিৎসায় দেশি বিদেশি বিশেষজ্ঞরা সর্বোচ্চ পেশাদারত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করছেন। কয়েকটি বন্ধুত্বপূর্ণ দেশ উন্নত চিকিৎসা সহায়তার আগ্রহও প্রকাশ করেছে। এই মানবিক সহযোগিতা এবং সমন্বিত চিকিৎসা ব্যবস্থা জনগণের উদ্বেগ কিছুটা প্রশমিত করেছে। জিয়া পরিবারের পক্ষ থেকে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে এবং দোয়া অব্যাহত রাখার অনুরোধ করা হয়েছে। প্রধান উপদেষ্টাসহ উচ্চপর্যায়ের ব্যক্তিরা চিকিৎসায় পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

তার ব্যক্তিগত জীবনের ব্যথা এখন একটি জাতির বেদনায় রূপ নিয়েছে। একজন নারী হিসেবে রাজনৈতিক শিখরে ওঠা, পরিবার বিচ্ছিন্নতার অভিজ্ঞতা এবং বর্তমান শারীরিক দুর্বলতা মিলিয়ে তার জীবন একটি গভীর মানবগল্প হয়ে দাঁড়িয়েছে। তার সংগ্রাম, উত্থান পতন এবং বর্তমান সংগ্রাম মানুষের মনে আন্তরিকতা ও সহমর্মিতা জাগিয়েছে।

দীর্ঘ সময় ধরে প্রতিহিংসাপূর্ণ রাজনীতি বাংলাদেশকে গ্রাস করেছে। সেখানে খালেদা জিয়ার নীরব ধৈর্য, সংযমী আচরণ এবং আধ্যাত্মিক শক্তি অনেকের চোখে অন্যরকম এক প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছে। আজ দেশজুড়ে যেভাবে সমবেদনা ছড়িয়ে পড়েছে তা কেবল একজন রাজনৈতিক নেত্রীর প্রতি নয়, বরং একজন মা, একজন বোন এবং একজন রাষ্ট্রনেত্রীর প্রতি মানুষের গভীর মানবিক সাড়া।

এই সময় আমরা যে প্রার্থনায় ঐক্যবদ্ধ হয়েছি তা কোনো আনুষ্ঠানিকতা নয়। এটি এক মানবিক আবেদন জীবনের বহু ঝড় অতিক্রম করা এক নেত্রীর প্রতি শ্রদ্ধা জানানো। জিয়া পরিবারের প্রতি দোয়া অব্যাহত রাখার আহ্বান জানাই এবং চিকিৎসা সেবায় যুক্ত সকলকে ধন্যবাদ জানাই যারা নিরলসভাবে কাজ করছেন।

উপমহাদেশের রাজনৈতিক ইতিহাসে কখনো কখনো এমন একটি চরিত্র আসে যার উপস্থিতি সময়কে বদলে দেয়। বাংলাদেশের রাজনীতিতে সেই চরিত্র ছিলেন খালেদা জিয়া। তিনি ছিলেন এমন এক নারী যার দৃঢ়তা অসংখ্য মানুষকে আত্মমর্যাদার শিক্ষা দিয়েছে এবং যার সাহস রাষ্ট্রক্ষমতার অর্থকে নতুনভাবে বুঝিয়েছে। তার পথচলা ছিল সাহসে ভরা দীর্ঘ যাত্রা যেখানে প্রতিটি অগ্রগতি প্রতিহিংসার রাজনীতির বিরুদ্ধে নীরব অথচ শক্তিশালী ঘোষণা ছিল।

তার জীবন ছিল নিরন্তর সংগ্রামের গল্প। ব্যক্তিগত ক্ষতি, অপবাদ, রাষ্ট্রীয় প্রতিহিংসা এবং ষড়যন্ত্রের বহু অধ্যায় তিনি বরণ করেছেন। স্বামী ও সন্তানকে হারানোর বেদনা এবং অন্য সন্তানদের থেকে দূরে থাকার কষ্ট তিনি মর্যাদার সঙ্গে বহন করেছেন। তবুও তিনি ঘৃণার উত্তরে ঘৃণা দেখাননি। তার নীরবতা ছিল তার সবচেয়ে শক্তিশালী প্রতিরোধ।

দুর্নীতি থেকে দূরে থাকার নৈতিক দৃঢ়তা এবং ক্ষমতার কেন্দ্রে থেকেও ব্যক্তিগত স্বার্থকে প্রত্যাখ্যান করার যে উদাহরণ তিনি সৃষ্টি করেছেন তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিরল। তার দল আজও তার সমতুল নেতৃত্ব তৈরি করতে পারেনি কারণ দলটি দাঁড়িয়ে আছে তার নীতি, বিচক্ষণতা এবং দৃঢ় ব্যক্তিত্বের ভিত্তিতে।

একসময় তাকে রাষ্ট্রের সর্বোচ্চ পদে দেখার সম্ভাবনা তৈরি হয়েছিল। তিনি যদি সেই পদে যেতে পারতেন তাহলে বাংলাদেশ রাজনৈতিক শিষ্টাচার এবং দৃঢ় নেতৃত্বের এক নতুন অধ্যায় দেখতে পেত। কিন্তু প্রতিহিংসাপূর্ণ রাজনৈতিক বাস্তবতা সেই সম্ভাবনাকে থামিয়ে দেয়।

আজ তিনি জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছেন। গুরুতর অসুস্থ অবস্থায় নিবিড় পরিচর্যায় থাকা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য সারা দেশ দোয়া করছে। প্রধান উপদেষ্টাও তার সুস্থতার জন্য প্রার্থনা করেছেন এবং চিকিৎসায় পূর্ণ সহযোগিতার কথা জানিয়েছেন।

দেশ বিদেশের চিকিৎসকরা নিষ্ঠা নিয়ে কাজ করছেন এবং কয়েকটি বন্ধুত্বপূর্ণ রাষ্ট্র উন্নত চিকিৎসার আগ্রহ জানিয়েছে। জিয়া পরিবারের পক্ষ থেকে দেশবাসীর ভালোবাসা ও দোয়ার জন্য গভীর কৃতজ্ঞতা জানানো হয়েছে এবং সকলকে দোয়া চালিয়ে যাওয়ার অনুরোধ করা হয়েছে।

এই সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার আকাঙ্ক্ষা একজন সন্তানের কাছে খুবই স্বাভাবিক তবুও রাজনৈতিক পরিস্থিতির সংবেদনশীলতার কারণে হয়তো সব কিছু সম্ভব হচ্ছে না, তবে বিশ্বাস করি পরিস্থিতি শান্ত হলে বহু দিনের প্রতীক্ষার অবসান ঘটবে এবং স্বদেশে ফিরে মায়ের পাশে দাঁড়ানোর দিন একদিন অবশ্যই আসবে।

তিনি এখনও আমাদের মাঝে আছেন এবং তার উপস্থিতি নিজেই এক দৃঢ়তার উৎস। বর্তমানের তরুণেরা দেখছে যে এই দেশে এক নারী আছেন যিনি প্রতিহিংসাপূর্ণ রাজনীতিকে নীরব সাহস দিয়ে পরাজিত করেছেন। তার জীবন এখনো নক্ষত্রের মতো দীপ্ত এবং যতদিন তিনি আমাদের সঙ্গে থাকবেন ততদিন সেই দীপ্তি প্রজন্মকে পথ দেখাবে। এক দিন তার প্রস্থান যখনই আসবে তা হবে একটি যুগের সমাপ্তি, কিন্তু আজ তিনি জীবনের সঙ্গে লড়াই করা এক অবিনাশী শক্তির প্রতীক।

রহমান মৃধা, গবেষক এবং লেখক, প্রাক্তন পরিচালক, ফাইজার, সুইডেন
[email protected]

এমআরএম/এমএস

টাইমলাইন

  1. ১০:২৭ এএম, ০৫ ডিসেম্বর ২০২৫ আজ নয়, রোববার লন্ডন নেওয়া হতে পারে খালেদা জিয়াকে
  2. ০৯:৩৯ এএম, ০৫ ডিসেম্বর ২০২৫ খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাদ জুমা দোয়া-প্রার্থনা
  3. ০৯:১৬ এএম, ০৫ ডিসেম্বর ২০২৫ খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হতে পারে আজ
  4. ০৮:৪৩ এএম, ০৫ ডিসেম্বর ২০২৫ খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব নিয়ে সরকারের প্রামাণ্যচিত্র প্রকাশ
  5. ০২:৪৪ পিএম, ০৪ ডিসেম্বর ২০২৫ ঢাকায় আসছেন জুবাইদা, খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি
  6. ০২:৪২ পিএম, ০৪ ডিসেম্বর ২০২৫ খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স দিতে চায় কাতার ও আমিরাত
  7. ১২:৪৯ পিএম, ০৪ ডিসেম্বর ২০২৫ খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত: রিজভী
  8. ১২:৩৮ পিএম, ০৪ ডিসেম্বর ২০২৫ এভারকেয়ারে যুক্তরাজ্যের চিকিৎসক রিচার্ড বিল, দেখছেন কাগজপত্র
  9. ১২:১২ পিএম, ০৪ ডিসেম্বর ২০২৫ খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে দুপুরে ব্রিফ করবেন চিকিৎসক জাহিদ
  10. ১০:২৮ এএম, ০৪ ডিসেম্বর ২০২৫ এভারকেয়ারের সামনে ভিড় কমেছে, অন্য রোগীর স্বজনদের স্বস্তি
  11. ১০:২৭ এএম, ০৪ ডিসেম্বর ২০২৫ খালেদা জিয়ার জন্য মাসুম বাচ্চাদের দোয়া আল্লাহ কবুল করবেন
  12. ০৯:২৭ এএম, ০৪ ডিসেম্বর ২০২৫ খালেদা জিয়ার জন্য সারাদেশে দোয়া ও প্রার্থনার আহ্বান
  13. ০৫:৩৯ এএম, ০৪ ডিসেম্বর ২০২৫ খালেদা জিয়া দেশের রাজনীতিতে এক মহীয়সী নারী: হাশেম বক্কর
  14. ১০:৩৩ পিএম, ০৩ ডিসেম্বর ২০২৫ খালেদা জিয়ার চিকিৎসায় চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল এভারকেয়ারে
  15. ০৭:৩১ পিএম, ০৩ ডিসেম্বর ২০২৫ খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা
  16. ০২:২৯ পিএম, ০৩ ডিসেম্বর ২০২৫ এভারকেয়ারে খালেদা জিয়ার খবর নিলেন ফরিদা আখতার
  17. ০১:৩৫ পিএম, ০৩ ডিসেম্বর ২০২৫ এভারকেয়ার হাসপাতালের খোলা মাঠে হেলিকপ্টার ওঠানামা করবে
  18. ১১:১৬ এএম, ০৩ ডিসেম্বর ২০২৫ খালেদা জিয়ার চিকিৎসায় এভারকেয়ারে যুক্তরাজ্যের মেডিকেল টিম
  19. ১১:০২ এএম, ০৩ ডিসেম্বর ২০২৫ আজও এভারকেয়ার হাসপাতালে কড়া নিরাপত্তা
  20. ০৯:৪৫ পিএম, ০২ ডিসেম্বর ২০২৫ খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে তিন বাহিনী প্রধান
  21. ০৭:২০ পিএম, ০২ ডিসেম্বর ২০২৫ খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত থাকলে শিগগির দেশে ফিরবেন তারেক
  22. ০৪:১৮ পিএম, ০২ ডিসেম্বর ২০২৫ খালেদা জিয়াকে নিরাপত্তা দেওয়া শুরু করেছে এসএসএফ
  23. ০২:৫৮ পিএম, ০২ ডিসেম্বর ২০২৫ তারেক রহমান কি সত্যিই দেশে ফিরছেন?
  24. ০১:৪৬ পিএম, ০২ ডিসেম্বর ২০২৫ গুজবে কান না দেওয়ার আহ্বান ডা. জাহিদের
  25. ০১:২১ পিএম, ০২ ডিসেম্বর ২০২৫ উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে খালেদা জিয়ার ব্যাপারে আলোচনা
  26. ০১:০০ পিএম, ০২ ডিসেম্বর ২০২৫ খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন: ডা. জাহিদ
  27. ১১:৪৬ এএম, ০২ ডিসেম্বর ২০২৫ খালেদা জিয়ার অসুস্থতায় শুধু বিএনপি নয় সারাদেশের মানুষ উদ্বিগ্ন
  28. ১১:০৭ এএম, ০২ ডিসেম্বর ২০২৫ খালেদা জিয়ার শারীরিক অবস্থা কেমন, দুপুরে জানাবে বিএনপি
  29. ১০:৪৭ এএম, ০২ ডিসেম্বর ২০২৫ এভারকেয়ার হাসপাতালে নিরাপত্তা জোরদার
  30. ১০:৪৫ এএম, ০২ ডিসেম্বর ২০২৫ দেশবাসীর সম্মিলিত সমর্থনই আমাদের পরিবারের শক্তি ও প্রেরণার উৎস
  31. ০৯:৫০ এএম, ০২ ডিসেম্বর ২০২৫ ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’, কী কী সুবিধা পাচ্ছেন খালেদা জিয়া
  32. ১০:০২ পিএম, ০১ ডিসেম্বর ২০২৫ খালেদা জিয়াকে ‘ভিভিআইপি’ ঘোষণা, নিরাপত্তায় পাবেন এসএসএফ
  33. ০৪:০৭ পিএম, ০১ ডিসেম্বর ২০২৫ খালেদা জিয়ার চিকিৎসায় এভারকেয়ারে বিদেশি মেডিকেল টিম
  34. ০৩:০৪ পিএম, ০১ ডিসেম্বর ২০২৫ চিকিৎসায় বারবার ‘হোঁচট’, তবুও ঘুরে দাঁড়িয়েছেন খালেদা জিয়া
  35. ০২:৩৭ পিএম, ০১ ডিসেম্বর ২০২৫ খালেদা জিয়া ‘অত্যন্ত সংকটাপন্ন’, তথ্য প্রকাশে সতর্ক থাকার আহ্বান
  36. ০৭:১০ পিএম, ৩০ নভেম্বর ২০২৫ খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুয়াকাটায় জামায়াতের দোয়া মাহফিল
  37. ০৩:২৬ পিএম, ৩০ নভেম্বর ২০২৫ খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত: রিজভী
  38. ০২:৫৯ পিএম, ৩০ নভেম্বর ২০২৫ বিজয়ের মাসে বিএনপির ‘মশাল রোড শো’ স্থগিত
  39. ০১:২৩ পিএম, ৩০ নভেম্বর ২০২৫ খালেদা জিয়ার সুস্থতা কামনা করে পাকিস্তানের প্রধানমন্ত্রীর চিঠি
  40. ১০:৪৪ এএম, ৩০ নভেম্বর ২০২৫ খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আসিফের আবেগঘন পোস্ট
  41. ০৯:২৮ এএম, ৩০ নভেম্বর ২০২৫ খালেদা জিয়ার প্রতি আমাদের আকুলতা এবং নীরব শক্তির প্রতিচ্ছবি
  42. ০৯:০৪ এএম, ৩০ নভেম্বর ২০২৫ খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ছাত্রদলের
  43. ০৮:৩৪ এএম, ৩০ নভেম্বর ২০২৫ খালেদা জিয়ার সুস্থতা কামনা, ঢাবিতে অসহায়দের মাঝে খাবার বিতরণ
  44. ০৪:৫৭ পিএম, ২৯ নভেম্বর ২০২৫ খালেদা জিয়া দেশবাসীর ঐক্যের প্রতীক: ব্যারিস্টার অসীম
  45. ০৪:৫৫ পিএম, ২৯ নভেম্বর ২০২৫ এভারকেয়ারে জনস্রোত, দলের অনুরোধ মানছেন না নেতাকর্মীরা
  46. ০৪:৪৯ পিএম, ২৯ নভেম্বর ২০২৫ খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপিপন্থি শিক্ষকদের দোয়া
  47. ০৪:৪০ পিএম, ২৯ নভেম্বর ২০২৫ খালেদা জিয়ার সুস্থতা কামনায় তমালিকার আবেগঘন বার্তা
  48. ০৩:৫৫ পিএম, ২৯ নভেম্বর ২০২৫ তারেক রহমান কখন আসবেন এটা তার ওপরই ছেড়ে দেওয়া হোক: দুদু
  49. ০৩:৪০ পিএম, ২৯ নভেম্বর ২০২৫ হাসপাতালে আগতদের দায়িত্বশীল আচরণের আহ্বান ইশরাক হোসেনের
  50. ০৩:২৪ পিএম, ২৯ নভেম্বর ২০২৫ খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার পরিকল্পনা পরিবারের: মাহদী আমিন
  51. ০২:৩০ পিএম, ২৯ নভেম্বর ২০২৫ খালেদা জিয়া এখনো শঙ্কামুক্ত নন: খোকন
  52. ০২:২৮ পিএম, ২৯ নভেম্বর ২০২৫ খালেদা জিয়ার আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চাইলেন রাষ্ট্রপতি
  53. ০২:২৫ পিএম, ২৯ নভেম্বর ২০২৫ খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার প্রস্তুতি রেখেছে মেডিকেল বোর্ড
  54. ০২:২২ পিএম, ২৯ নভেম্বর ২০২৫ হাসপাতালে ভিড় না করতে নেতাকর্মীদের বিএনপির অনুরোধ
  55. ০২:১৭ পিএম, ২৯ নভেম্বর ২০২৫ খালেদা জিয়ার জন্য দোয়া চাইলেন সোহেল তাজ
  56. ০২:১৪ পিএম, ২৯ নভেম্বর ২০২৫ এভারকেয়ার হাসপাতালে ভিড় না করে দোয়ার আহ্বান রিজভীর
  57. ০১:৫১ পিএম, ২৯ নভেম্বর ২০২৫ উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া
  58. ০১:৩৫ পিএম, ২৯ নভেম্বর ২০২৫ খালেদা জিয়ার খোঁজ নিতে এভারকেয়ারে স্বরাষ্ট্র উপদেষ্টা
  59. ০১:৩২ পিএম, ২৯ নভেম্বর ২০২৫ খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিলেন মামুনুল হক
  60. ০১:১২ পিএম, ২৯ নভেম্বর ২০২৫ খালেদা জিয়ার জন্য আমাদের দোয়া ছাড়া কিছু করার নেই
  61. ১২:৫৯ পিএম, ২৯ নভেম্বর ২০২৫ ‘আমার জীবনের বিনিময়ে হলেও ম্যাডাম যেন সুস্থ হয়ে দেশের হাল ধরেন’
  62. ১২:৪৮ পিএম, ২৯ নভেম্বর ২০২৫ হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত আল্লাহ যেন খালেদা জিয়াকে বাঁচিয়ে রাখেন
  63. ১২:৪১ পিএম, ২৯ নভেম্বর ২০২৫ খালেদা জিয়ার অবস্থা ক্রিটিক্যাল তবে স্থিতিশীল: তাসনিম জারা
  64. ১১:৪২ এএম, ২৯ নভেম্বর ২০২৫ খালেদা জিয়াকে দেখতে গেলেন এনসিপির নেতারা
  65. ১১:৩২ এএম, ২৯ নভেম্বর ২০২৫ গণতান্ত্রিক সংগ্রামের এক অনন্য অনুপ্রেরণা খালেদা জিয়া
  66. ১১:১১ এএম, ২৯ নভেম্বর ২০২৫ দেশে ফেরার সিদ্ধান্ত গ্রহণের সুযোগ একক নিয়ন্ত্রণাধীন নয়
  67. ১১:০১ এএম, ২৯ নভেম্বর ২০২৫ আমার ব্যক্তিগত ঋণ, খালেদা জিয়ার স্মৃতিচারণে মুশফিকুল ফজল
  68. ১০:৪৩ এএম, ২৯ নভেম্বর ২০২৫ খালেদা জিয়ার জন্য দোয়া, সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন তারেক রহমানের
  69. ০৯:৩৩ এএম, ২৯ নভেম্বর ২০২৫ খালেদা জিয়ার অবস্থা ভালো-খারাপ কোনোটাই বলা যাচ্ছে না
  70. ০৮:৫৯ এএম, ২৯ নভেম্বর ২০২৫ মায়ের অসুস্থতায় দেশে ফেরার ব্যাপারে যা বললেন তারেক রহমান
  71. ০৮:১৯ এএম, ২৯ নভেম্বর ২০২৫ খালেদা জিয়ার জন্য দোয়া চাইলেন তাসনিম জারা
  72. ০৫:৩৭ এএম, ২৯ নভেম্বর ২০২৫ ম্যাডামের অবস্থা ভালো, দেশবাসীর কাছে দোয়া চাই
  73. ০৩:৪০ এএম, ২৯ নভেম্বর ২০২৫ খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির খবরে জামায়াত আমিরের উদ্বেগ
  74. ০২:৫৫ এএম, ২৯ নভেম্বর ২০২৫ ম্যাডাম আমাদের চিনতে পেরেছেন, সালামের রিপ্লাইও দিয়েছেন
  75. ০২:৩২ এএম, ২৯ নভেম্বর ২০২৫ খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে মীর স্নিগ্ধ
  76. ০১:৪৫ এএম, ২৯ নভেম্বর ২০২৫ খালেদা জিয়ার খোঁজ নিতে হাসপাতালে উপদেষ্টা-বিএনপি নেতারা
  77. ০১:৩১ এএম, ২৯ নভেম্বর ২০২৫ পুরো দেশ প্রার্থনায়, ইনশাআল্লাহ সুস্থ হয়ে উঠবেন: মির্জা ফখরুল
  78. ০১:১৭ এএম, ২৯ নভেম্বর ২০২৫ খালেদা জিয়ার শারীরিক অবস্থা একদমই ভালো না, সবাই দোয়া করবেন
  79. ০১:০০ এএম, ২৯ নভেম্বর ২০২৫ খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা জানালেন মঈন খান
  80. ১২:৪২ এএম, ২৯ নভেম্বর ২০২৫ খালেদার অসুস্থতা নিয়ে ড. ইউনূসের উদ্বেগ, তারেক রহমানের কৃতজ্ঞতা
  81. ০৭:০১ পিএম, ০৬ মে ২০২৫ মাকে দেখতে হাসপাতালে ডা. জুবাইদা রহমান
  82. ০৬:৩২ পিএম, ০৬ মে ২০২৫ তারেক রহমান সহসাই দেশে ফিরবেন: ডা. জাহিদ
  83. ০৬:০৬ পিএম, ০৬ মে ২০২৫ ডা. জুবাইদা রহমানকে বরণে প্রস্তুত ‘মাহবুব ভবন’
  84. ০৫:৫২ পিএম, ০৬ মে ২০২৫ ‘বহু বছর ভোট দেইনি, এবার খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী বানাবো’
  85. ০৫:২৭ পিএম, ০৬ মে ২০২৫ হেঁটে ফিরোজায় ঢোকেন খালেদা জিয়া, আবেগপ্রবণ নেতাকর্মীরা
  86. ০৫:০১ পিএম, ০৬ মে ২০২৫ কাতার সরকারকে ধন্যবাদ জানালেন খালেদা জিয়া
  87. ০৩:৫৩ পিএম, ০৬ মে ২০২৫ বিশ্রামে খালেদা জিয়া, স্লোগান দিতে বারণ ফখরুলের
  88. ০৩:০৪ পিএম, ০৬ মে ২০২৫ খালেদা জিয়ার স্বদেশ প্রত্যাবর্তনে আমরা আনন্দিত: জি এম কাদের
  89. ০২:৫৪ পিএম, ০৬ মে ২০২৫ লাখো কর্মীর ভালোবাসায় সিক্ত খালেদা জিয়া
  90. ০১:৩৭ পিএম, ০৬ মে ২০২৫ জিয়ার বাবুর্চির হাতে খালেদা-দুই পুত্রবধূর জন্য বিশেষ রান্না
  91. ০১:৩১ পিএম, ০৬ মে ২০২৫ ফিরোজায় পৌঁছেছেন খালেদা জিয়া
  92. ১১:৫২ এএম, ০৬ মে ২০২৫ ফিরোজার পথে খালেদা জিয়া
  93. ১১:১৮ এএম, ০৬ মে ২০২৫ ১৭ বছর পর দেশে জুবাইদা রহমান, উঠবেন ধানমন্ডিতে বাবার বাসায়
  94. ১১:০৪ এএম, ০৬ মে ২০২৫ খালেদা-তারেককে হত্যার ষড়যন্ত্রকারীরা দেশ থেকে বংশসহ নির্বাসিত
  95. ১০:৫৮ এএম, ০৬ মে ২০২৫ ‘তারেক-জুবাইদা দেশের মানুষকে সুখে-শান্তিতে রাখবে’
  96. ১০:৪৫ এএম, ০৬ মে ২০২৫ দেশে ফিরেছেন খালেদা জিয়া
  97. ১০:৩৮ এএম, ০৬ মে ২০২৫ খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতে পথে পথে নেতাকর্মীদের ঢল
  98. ১০:৩১ এএম, ০৬ মে ২০২৫ খালেদা জিয়ার ফিরে আসা গণতন্ত্রে উত্তরণের পথ সহজ করবে: ফখরুল
  99. ১০:২৯ এএম, ০৬ মে ২০২৫ বিমানবন্দরের ৮ নম্বর ফটক দিয়ে বের হবেন খালেদা জিয়া
  100. ০৯:৫৭ এএম, ০৬ মে ২০২৫ ফিরোজার সামনে নেতাকর্মীদের উপচেপড়া ভিড়
  101. ০৯:৩৯ এএম, ০৬ মে ২০২৫ বিমানবন্দর থেকে ‘ফিরোজা’ পর্যন্ত নিরাপত্তায় পুলিশ
  102. ০৯:১৩ এএম, ০৬ মে ২০২৫ গুলশানে জড়ো হচ্ছেন মহিলা দলের নেত্রীরা
  103. ০৯:০৭ এএম, ০৬ মে ২০২৫ ‘ফিরোজার’ নিরাপত্তায় সেনাবাহিনী
  104. ০৮:৪৪ এএম, ০৬ মে ২০২৫ বিমানবন্দরে বাড়তি নিরাপত্তা, যানজট নিরসনে কাজ করছে পুলিশ-সেনা
  105. ০৮:৪০ এএম, ০৬ মে ২০২৫ ট্রেনযোগে ঢাকায় আসছেন বিএনপি নেতাকর্মীরা
  106. ০৮:২১ এএম, ০৬ মে ২০২৫ ভোর থেকে বিমানবন্দরে বিএনপি নেতাকর্মীদের অপেক্ষা