আবুধাবি বন্ধু পরিষদের ইফতার মাহফিল
সংযুক্ত আরব আমিরাতে আবুধাবি বন্ধু পরিষদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জুন) স্থানীয় সেন্ড মেরিন রেস্টুরেন্টের হল রুমে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
বন্ধু পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য মঈন উদ্দিনের সদ্য প্রয়াত পিতা তোফায়েল আহমদ, কবি মাওলানা বেলাল উদ্দিন ও বন্ধু পরিষদের অপর এক প্রতিষ্ঠাতা সদস্য শুক্কুর মাহমুদের স্মরণে এ মাহফিলের আয়োজন করা হয়।
মোতাহেরুল করিমের সভাপতিত্বে সালাউদ্দিন মঈন উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত চট্টগ্রাম দারুল হেদায়া মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি আজিজুল হক আল-মাদানী।
এ সময় উপস্থিত ছিলেন জাফর উল্লাহ মুসলিম উদ্দিন, জাহেদ হোসেন, আমিরাত বাংলাদেশ সমিতির সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, জনতা ব্যাংকের সিইও ইসমাঈল হোসেন, বিমানের কান্ট্রি ম্যানাজার ইকবাল হোসেন, বাংলাদেশে স্কুলের অধ্যাপক এস এম আবু তাহের, প্রকৌশলী মিজানুর রহমান সোহেল, প্রকৌশলী মোহাম্মদ ফোয়াদ, প্রকৌশলী মোহাম্মদ আরিফ, প্রকৌশলী মোহাম্মদ নজরুল, প্রকৌশলী নিমাই সরকার ও বাপ্পি পাল প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মুফতি আজিজুল হক আল-মাদানী বলেন, রমজান মানুষের উত্তম চরিত্র গঠনের একটি মাস। এ মাস থেকে শিক্ষা নিয়ে আদর্শ সমাজ গঠনে দলমতের ঊর্ধ্বে উঠে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
অপর সদস্য প্রকৌশলী গোলাম মোস্তার রোগ মুক্তি ও মুসলিম উম্মাহ শান্তি কামনা করে মোনাজাত করা হয়।
জেএইচ/এমএস