ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

মালদ্বীপের সমুদ্রের পাড়ে বাসন্তী হাওয়া

মোহাম্মদ মাহামুদুল | প্রকাশিত: ০৯:২৭ এএম, ১৪ ফেব্রুয়ারি ২০২৩

মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে বসন্ত উৎসব উদযাপন করা হয়েছে। ‘সমুদ্রের পাড়ে বাসন্তী হাওয়া, বাসন্তী সাজে রঙিন মালদ্বীপ’ স্লোগান সামনে রেখে সমুদ্রের পাড়ে পহেলা ফাল্গুনের আয়োজনে মেতে উঠেছে সবাই।

প্রবাস জীবনের শত ব্যস্ততার মধ্যেও বাংলাদেশিদের এক করতে সার্বিক সহায়তা দেয় বাংলাদেশ হাইকমিশন, মালদ্বীপ। হাইকমিশনারের স্ত্রী নাওমি নাহরিন কনিকার বিশেষ তত্ত্বাবধানে এ বষন্ত বরণের আয়োজন করা হয়।

jagonews24

অনুষ্ঠানটির সার্বিক সমন্বয় করেন হাইকমিশনের কাউন্সিলরের (শ্রম) স্ত্রী রোমানা রাজিয়া সিদ্দিকা। অনুষ্ঠানে সবার উপস্থিতি আর প্রাণবন্ত করে তোলে।

এতে উপস্থিত ছিলেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এস এম আবুল কালাম আজাদ, কাউন্সেলর (শ্রম) মো. সোহেল পারভেজ, তৃতীয় সচিব চন্দন কুমার সাহা, মালদ্বাপের ব্যবসায়ী ও সিআইপি সোহেল রানা, দুলাল হোসেন, বাবুল হোসেন,আলতাফ হোসেন, এন বি এল মানি ট্রান্সফারের সিইও মাসুদুর রহমান, বিশিষ্ট চিকিৎসক মোক্তার আলী লস্কর, জেবা উন নাহার, ফারহানা, আসিফ, সুজন ও তাদের পরিবারবর্গ, হাই কমিশনের সব কর্মচারী ও তাদের পরিবারবর্গ, প্রবাসী বাংলাদেশি পরিবারের সদস্যবৃন্দ ও সাংবাদিকরা।

jagonews24

অনুষ্ঠানে ঘরের তৈরি ফাগুনের পিঠা ও দেশীয় খাবার পরিবেশন বাড়তি আনন্দ নিয়ে আসে। অনুষ্ঠানে আসা অতিথিরা জানান, সামাজিক এবং রাজনৈতিক অনুষ্ঠানের বাইরেও বাংলাদেশের সার্বজনীন এমন উৎসবের আয়োজনে দেশের আমেজ পাওয়া যায়। এসব আয়োজন অব্যাহত রাখার আহ্বান তাদের। প্রবাসী বাঙ্গালীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি এবং নতুন প্রজন্ম ও স্থানীয়দের মধ্যে বাংলাদেশি সংস্কৃতি তুলে ধরাই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য।

এমআইএইচএস/জিকেএস