ভিডিও EN
  1. Home/
  2. ধর্ম

আল্লাহকে ডাকতে কোনো মাধ্যম লাগে না

ধর্ম ডেস্ক | প্রকাশিত: ১২:২০ পিএম, ১৭ জুলাই ২০১৮

আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা। তিনি আমাদেরকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। কুরআনুল কারিমের সুরা যারিয়াতের ৫৬নং আয়াতে আল্লাহ তাআলা এ কথা সুস্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন-

‘আমি মানুষ এবং জ্বীনকে আমার ইবাদত ব্যতিত অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করিনি।’

অথচ মানুষ আল্লাহর ইবাদত-বন্দেগি করে না। আবার অনেকে এমন আছে, যারা আল্লাহকে ডাকতে বা ইবাদত-বন্দেগি করতে মাধ্যম তালাশে ব্যস্ত। যেমনটি করতো মক্কার কাফের-মুশরেকরা। আল্লাহ তাআলা তাদের কথাগুলো এভাবে তুলে ধরেছেন-
‘জেনে রাখ! খাঁটি আনুগত্য আল্লাহরই প্রাপ্য। যারা আল্লাহকে ব্যতিত অন্যকে অভিভাবকরূপে গ্রহণ করে, তারা বলে, ‘আমরা এদের উপাসনা এ জন্যই করি যে, এরা আমাদেরকে আল্লাহর সান্নিধ্যে এনে দেবে। ওরা যে বিষয়ে নিজেদের মধ্যে মতবিরোধ করছে, আল্লাহ তার ফয়সালা করে দেবেন। যে মিথ্যাবাদী অবিশ্বাসী, নিশ্চয় আল্লাহ তাকে সৎ পথে পরিচালিত করেন না।’ (সুরা যুমার : আয়াত ৩)

এ আয়াতের মাধ্যমে বুঝা যায় যে, আল্লাহকে ডাকতে কোনো মাধ্যম লাগে না। বরং মানুষের সব চাওয়া-পাওয়া সরাসরি আল্লাহর কাছেই বলা যায়। তিনি মানুষের সব চাওয়া-পাওয়াকে পূরণ করতে পারেন। তবে শর্ত হলো এ সব চাওয়া-পাওয়ায় ইখলাস তথা একনিষ্ঠতা থাকতে হবে। তবেই মানুষ সফলকাম হতে পারবে।

‘আল্লাহ তাআলাকে ডাকতে কোনো মাধ্যম লাগে না’- এ কথা আল্লাহ তাআলা কুরআনুল কারিমের সুরা মুমিনের ৬০নং আয়াতে সুস্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন-

‘তোমাদের প্রতিপালক বলেন, তোমরা আমাকে ডাক; আমি তোমাদের ডাকে সাড়া দেব। যারা অহংকারবশত আমার ইবাদত থেকে মুখ ফিরিয়ে নেয়; ওরা লাঞ্ছিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে।’

উল্লেখিত আয়াতসমূহ থেকে বুঝা যায় যে-
- আল্লাহ তাআলা মানুষকে তার ইবাদত-বন্দেগির জন্য সৃষ্টি করেছেন। সুতরাং শুধু আল্লাহ তাআলার জন্যই একনিষ্ঠভাবে ইবাদত-বন্দেগি করতে হবে।

- কাফের মুশরেকদের মতো আল্লাহর কাছে দোয়া করতে, তাকে ডাকতে, তার সাহায্য লাভে বা যে কোনো আবেদন-নিবেদনে কারো মুখাপেক্ষী হওয়ার কোনো প্রয়োজন নেই। যারা অন্যের মুখাপেক্ষী হবে তারা সৎ পথ থেকে বঞ্চিত হবে।

সর্বোপরি কথা হলো-
- আল্লাহ তাআলাকে ডাকতে কোনো মাধ্যম লাগে না। আল্লাহর সাহায্য লাভে কোনো মাধ্যম লাগে না। আল্লাহর নৈকট্য লাভে কোনো মাধ্যম লাগে না। বান্দা যখনি ইখলাসের সঙ্গে আল্লাহকে ‘আল্লাহ’ বলে ডাক দেয়; তখনই আল্লাহ তাআলা বান্দার ডাকে সাড়া দেন। আর আল্লাহর কাছে এটিই সবচেয়ে বেশি পছন্দনীয়।

পরিশেষে…
কোনো অপরাধী তার নিজের অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হন। আর যে যত বেশি আল্লাহকে ডাকবেন আল্লাহ তাআলাও তার ডাকে তত বেশি সাড়া দেবেন। তার সব চাওয়া-পাওয়াকে তিনি কবুল করে নিবেন।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে কোনো মাধ্যম ছাড়াই বেশি বেশি আল্লাহকে ডাকার; আল্লাহর বিধি-বিধানগুলো নিজের জীবন থেকে বাস্তবায়ন শুরু করার তাওফিক দান করুন। অন্যায়-অনাচার, শিরক ও বিদাআত থেকে মুক্ত থাকার তাওফিক দান করুন। একনিষ্ঠতার সঙ্গে ইবাদত-বন্দেগি করার তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/জেআইএম

আরও পড়ুন