ভিডিও EN
  1. Home/
  2. ধর্ম

সদকায়ে জারিয়া কী?

ইসলাম ডেস্ক | প্রকাশিত: ০৭:০৫ পিএম, ১৪ ডিসেম্বর ২০২৫

সদকায়ে জারিয়া এমন সদকা বা দান যার প্রভাব ও উপকার দীর্ঘ সময় ধরে অব্যাহত থাকে। এ রকম সদকার প্রভাব যেমন জারি থাকে, সওয়াবও জারি থাকে। এমন কি সদকাকারীর মৃত্যুর পরও যদি সদকার উপকার জারি থাকে, তাহলে সওয়াবও জারি থাকে। যেমন কেউ যদি কোনো মসজিদ নির্মাণ করে, ওই মসজিদে যতদিন নামাজ হয়, আল্লাহ তাআলার ইবাদত হয়, ততদিন মসজিদ নির্মাণকারী সওয়াব পেতে থাকে।

আবু হোরায়রা (রা.) থেকে বর্ণিত হয়েছে, নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, আদম সন্তান যখন মারা যায়, তখন তার তিন প্রকার আমল ছাড়া অন্য সব আমলের ধারা বন্ধ হয়ে যায়; ১. সদকায়ে জারিয়া ২. ইলম বা জ্ঞান যা দ্বারা মানুষ উপকৃত হতে থাকে ৩. সুসন্তান যে তার জন্য নেক দোয়া করতে থাকে। (সহিহ মুসলিম)

সদকায়ে জারিয়ার কিছু উদাহরণ

১. মসজিদ নির্মাণ

মসজিদ নির্মাণ সদকায়ে জারিয়া হতে পারে যেমন ওপরেও বলেছি। সামর্থ্য থাকলে কেউ পুরোপুরি নিজের খরচে কোনো মসজিদ নির্মাণ করে দিতে পারে অথবা নির্মাণাধীন মসজিদের খরচে অংশগ্রহণও করতে পারে। মসজিদ নির্মাণে আংশিক অংশগ্রহণ করলেও সে তার অংশগ্রহণ অনুযায়ী সওয়াব পেতে থাকবে।

২. নলকূপ স্থাপন

নলকূপ স্থাপনের মাধ্যমে বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা করে ওয়াকফ করে দিলে তা থেকে যতদিন মানুষ উপকৃত হবে, নলকূপ স্থাপনকারী সওয়াব পেতে থাকবে।

৩. কোরআন ও কল্যাণকর গ্রন্থ দান করা

মসজিদ, মাদারাসা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের পাঠাগারে কোরআন ও কল্যাণকর দ্বীনি গ্রন্থ দান করলে তা যত দিন মানুষ পাঠ করবে ও উপকৃত হবে, ততদিন দানকারী সওয়াব লাভ করতে থাকবে।

৪. মাদরাসা ও স্কুল প্রতিষ্ঠা

জনকল্যাণে ওয়াকফকৃত মাদরাসা ও স্কুল প্রতিষ্ঠা করলে, এ রকম মাদরাসা ও স্কুল প্রতিষ্ঠায় অংশগ্রহণ করলে, শিক্ষা সরঞ্জাম দান করলে তাও সদকায়ে জারিয়া হবে।

৫. হাসপাতাল প্রতিষ্ঠা ও চিকিৎসা সামগ্রী দান করা

জনকল্যাণে ওয়াকফকৃত হাসপাতাল ও ক্লিনিক প্রতিষ্ঠা করলে, এ রকম হাসপাতাল ও ক্লিনিক প্রতিষ্ঠায় অংশগ্রহণ করলে, চিকিৎসা সামগ্রী দান করলে তাও সদকায়ে জারিয়া হতে পারে।

৬. গাছ লাগানো

উপকারী গাছ লাগালে ওই গাছের ছায়ায় বসে ও ফল খেয়ে যতদিন মানুষ ও পশুপাখি উপকৃত হবে, ততদিন যে গাছ লাগিয়েছে সে সওয়াব পেতে থাকবে। রাসুল (সা.) বলেছেন, কোনো মুমিন ব্যক্তি যদি গাছ লাগায় বা ফসল ফলায়, সেই গাছ বা ফসল থেকে কোনো মানুষ, পাখি বা জীবজন্তু আহার করে, তা তার জন্য সদকা হয়। তার রোপণ করা গাছের ছায়ায় যদি কেউ বসে, তাও তার জন্য সদকা হয়। (সহিহ বুখারী, সহিহ মুসলিম)

ওএফএফ

আরও পড়ুন