ভিডিও EN
  1. Home/
  2. সোশ্যাল মিডিয়া

টকশোর সম্মানি নিয়ে টানাপোড়েন চলছে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০:৩৪ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

টেলিভিশন চ্যানেলগুলোতে টকশোর সম্মানি নিয়ে টানাপোড়েন চলছে। সম্মানি না বাড়ানোয় টকশোয় যাচ্ছেন না বেশ কয়েকজন। এ নিয়ে মুখ খুলেছেন সাবেক সচিব আবু আলম শহীদ খান।

এ নিয়ে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন তিনি।

আবু আলম শহীদ খানের ফেসবুক পোস্ট নিচে দেওয়া হলো।

‘গত কয়েকদিন ধরে টকশোতে যাচ্ছি না। টকশো সম্মানি নিয়ে টানাপোড়েন চলছে।

তারকারা সম্মানি বাড়ানোর জন্য আন্দোলনে আছেন এমন একটা খবর মানবজমিনে এসেছে।

টকশোর সম্মানি নিয়ে টানাপোড়েন চলছে

আমি সম্মানির জন্য টকশো করি এমন নয়। টকশো আমার passion। নিজে যা বিশ্বাস করি তাই বলি, এবং তা বলতে গিয়ে অনেক সময়ই আমার কথা জোরালোভাবে বিশেষ বিশেষ দল বা কখনও কখনও সরকারের বিরুদ্ধে চলে যায়, আর সে কারণে হুলিয়াসহ জীবন সংশয়ের আশঙ্কা তো রয়েছেই!

সম্মানির অর্থ টুকিটাকি খরচ চালানোর কাজে লাগে, জীবনে বেঁচে থাকতে হলে অবশ্যই অর্থের প্রয়োজন, আর সৎ মানুষ অর্থ সংকটে থাকবে এটাই স্বাভাবিক এদেশে।

গত বিশ বছরে সম্মানি বাড়ানো হয়নি। সেটা বাড়ানো দরকার। চ্যানেলগুলো বিবেচনা করে দেখতে পারে।’

এমএমএআর/জিকেএস