পরিবর্তন হলো দুই স্টেডিয়ামের নাম
ব্রজেন দাসের নামে সুইমিং পুল
ছয়বার ইংলিশ চ্যানেল অতিক্রমকারী সাঁতারু ব্রজেন দাসের নামে নামকরণ করা হয়েছে সুইমিং পুলের। বুধবার জাতীয় ক্রীড়া পরিষদ এক প্রজ্ঞানে তিনটি ক্রীড়া স্থাপনার নাম বদলে নতুন নাম দিয়েছে। এর মধ্যে পল্টনের আইভি রহমান সুইমিংপুলের নাম বদলে ব্রজেন দাসের নামে করা হয়েছে।
একই প্রজ্ঞাপনে ময়মনসিংহের মুক্তিযুদ্ধের প্রয়াত সংগঠক রফিক উদ্দিন ভূঁইয়ার নামের স্টেডিয়ামকে আবার জেলা স্টেডিয়াম নামে ফিরিয়ে এনেছে জাতীয় ক্রীড়া পরিষদ। চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামের নাম পরিবর্তন করে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম রাখা হয়েছে।
গত বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন সরকার দায়িত্ব নেয়। তারপর থেকে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা হচ্ছে। এরই মধ্যে অনেক ক্রীড়া স্থাপনা পুরনো নাম ফিরে পেয়েছে। আওয়ামী লীগের দীর্ঘ ১৬ বছরের শাসনামালে শেখ হাসিনার পরিবারের বিভিন্ন সদস্যের নামে অনেক স্থাপনার নামকরণ করা হয়েছিল।
দেশব্যাপি শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্প চালু করেছিল শেখ হাসিনার সরকার। সেই স্টেডিয়ামের নামগুলো এখন উপজেলা মিনি স্টেডিয়াম করা হয়েছে। গত ১২ ফেব্রুয়ারি জাতীয় ক্রীড়া পরিষদ এক প্রজ্ঞাপনে ১৫০টি উপজেলা মিনি স্টেডিয়ামের নাম পরিবর্তন করেছে।
আরআই/আইএইচএস/
সর্বশেষ - খেলাধুলা
- ১ বৃষ্টিবিঘ্নিত সেমিফাইনালে ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশের বোর্ডে মাত্র ১২১
- ২ বিশ্বকাপের আগে শ্রীলঙ্কার অধিনায়ক পরিবর্তন, কিন্তু কেন?
- ৩ হেডের দুর্দান্ত শতকে ম্যাচের নিয়ন্ত্রণ অস্ট্রেলিয়ার
- ৪ নিউজিল্যান্ডের ৫৭৫ রানের পাহাড়, শক্ত জবাব ওয়েস্ট ইন্ডিজের
- ৫ বাংলাদেশ-পাকিস্তান, ভারত-শ্রীলঙ্কা সেমিফাইনাল মাঠে গড়াতে দেরি