ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

আন্তঃউপজেলা কাবাডি প্রতিযোগিতায় কালিহাতী চ্যাম্পিয়ন

প্রকাশিত: ০৪:২০ পিএম, ২৭ মার্চ ২০১৭

আন্তঃউপজেলা কাবাডি প্রতিযোগিতায় কালিহাতী থানা দল চ্যাম্পিয়ন হয়েছে। সোমবার বিকেলে টাঙ্গাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত কাবাডি ফাইনাল খেলায় টাঙ্গাইল সদর থানা ও কালিহাতী থানা কাবাডি দল অংশগ্রহণ করে।

নির্ধারিত ৭০ মিনিট এর কাবাডি খেলায় কালিহাতী থানা দল ৫৫ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে। অপরদিকে ৩৫ পয়েন্ট নিয়ে রানার্স আপ হয় টাঙ্গাইল সদর থানা কাবাডি দল। খেলা পরিচালনা করেন আন্তর্জাতিক কাবাডি রেফারি আজগর আলী ও মন্টু মিয়া।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে টাঙ্গাইল স্টেডিয়ামে বাংলাদেশ  কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত আন্তঃউপজেলা কাবাডি প্রতিযোগিতার ফাইনাল খেলায় পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. মাহবুব হোসেন।

পুলিশ সুপার ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মাহবুব আলমের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ হাসান ফিরোজ, সহ-সভাপতি তারেক মাহমুদ পলু প্রমুখ।

কাবাডি ফাইনাল খেলায় কালিহাতী থানা দলের খেলোয়ার ছিলেন আব্দুল কাদের, নুরুল ইসলাম, আব্দুস সামাদ,এস.এম মুন্না, মানিক, কামাল, সবুজ, রুবেল, নজরুল ও কোরবান।

টাঙ্গাইল সদর থানা দলে ছিলেন এমদাদ, মামুন, মইদুল ,বারী, জাহিদ, জুয়েল, শওকত, খোকন ও রাকিব। এছাড়াও অতিরিক্ত খেলোয়ার ছিলেন মিলন, মোস্তফা, মধু এবং দেলোয়ার।

গত ২৪ মার্চ এ কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন হয়। খেলায় জেলার মোট ৮টি দল অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী উপজেলাগুলোর মধ্যে রয়েছে টাঙ্গাইল সদর, দেলদুয়ার, বাসাইল, মির্জাপুর, কালিহাতী, ভূঞাপুর, গোপালপুর ও মধুপুর।

আরিফ উর রহমান টগর/এআরএ/এমএস