ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

অনুর্ধ্ব-১৪ মহিলা ফুটবলে তিস্তা অঞ্চলের চ্যাম্পিয়ন রংপুর

প্রকাশিত: ০৮:২৭ এএম, ২৩ মে ২০১৫

ঠাকুরগাঁওয়ে ৫ দিনব্যাপী জেএফএ অনুর্ধ্ব-১৪ মহিলা জাতীয় চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে রংপুর জেলা দল ৪-০ গোলে দিনাজপুর জেলা দলকে পরাজিত করে।

শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও শহিদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে জেলা ফুটবল অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত খেলায় বিজয়ী দল রংপুর জেলাকে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস।

এসময় বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও পুলিশ সুপার আব্দুর রহিম শাহ্ চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রতিনিধি জহিরুল হক সুমন, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ মমিনুল হক বাবু প্রমুখ। খেলায় ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করেন সুজন খাঁন। খেলায় তিস্তা অঞ্চলের ৬টি জেলা দল অংশগ্রহণ করে।  

রবিউল এহসান/এমজেড/এমআর/এমএস