ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

বঙ্গমাতার জন্মদিনে উপহার পেলেন খেলোয়াড়রা

জেলা প্রতিনিধি | ফেনী | প্রকাশিত: ০৭:৪৭ পিএম, ০৯ আগস্ট ২০২১

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব-এর ৯১তম জন্মবার্ষিকীতে ফেনী জেলা ক্রীড়া সংস্থার উপহার পেলেন দেড়শতাধিক খেলোয়াড়। গতকাল রোববার বিকালে শহরের ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান খেলোয়াড়দের হাতে উপহার হিসেবে খাদ্য সহায়তা তুলে দেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মজিবুল হক রিপন, কোষাধ্যক্ষ দেলোয়ার হোসেন ডালিম ও সদস্য বাহার উদ্দিন বাহার প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার জানান, উপহার হিসেবে ১৫০ জন খেলোয়াড়কে ১০ কেজি চাল ও ১ কেজি করে চিনি, ডাল, লবন ও তৈল দেয়া হয়েছে।

আইএইচএস/