জাহানারাদের ব্যাটিং কোচ সালাউদ্দিন
ভারতে এক সঙ্গেই শুরু হবে পুরুষ এবং নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ টুর্নামেন্ট। টেস্ট প্লেইং দেশ হলেও বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার জন্য মাশরাফিদের মুখোমুখি হবে হবে বাছাই পর্বের। যেটা শুরু হবে মূল টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগেই। তবে, নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপে কিন্তু সালমা-জাহানারারা মূল পর্বে সরাসরি খেলার যোগ্যতা অর্জণ করে নিয়েছে। ভারতে তারা যাবে শিরোপা জয়ের লক্ষ্যেই।
যদিও এই লক্ষ্যটা বাংলাদেশ নারী ক্রিকেটারদের জন্য সুদুরপরাহতই বটে। কারণ, প্রস্তুতি যতই ভালো হোক, নারী ক্রিকেটাররা একজন ভালোমানের ব্যাটিং কোচের অভাবে ভূগছিল এতদিন। অবশেষে টুর্নামেন্ট শুরুর ঠিক কয়েকদিন আগে একজন হাইপ্রোফাইল ব্যাটিং কোচ পেলেন সালমা-জাহানারারা। সালাউদ্দিনকেই নারী ক্রিকেটারদের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সর্বশেষ বিপিএলে শিরোপা জয়ী কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ ছিলেন সালাউদ্দিন। বাংলাদেশের ক্রিকেটে বেশ পুরনো নাম। দীর্ঘদিন ধরেই বিভিন্ন পর্যায়ে কোচ হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন তিনি। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলেরও কোচ ছিলেন তিনি। নারী ক্রিকেটারদের ব্যটিং কোচ হিসেবে সালাউদ্দিনের নিয়োগের বিষয়টি বিসিবি পরিচালক এবং বিসিবির ওমেন্স ক্রিকেট ডিভিশনের প্রধান এমএ আউয়াল চৌধুরী বুলু আজ বিকেলে নিশ্চিত করেন। তবে বিসিবির আগামী বৈঠকে নারী ক্রিকেটারদের ব্যাটিং কোচ হিসেবে সালাউদ্দিনের নিয়োগ পাশ হলেই তিনি সালমাদের দায়িত্ব নেবেন।
এমএ আউয়াল চৌধুরী বুলু বলেন, `আমাদের নারী ক্রিকেটারদের জন্য যোগ্যতাসম্পন্ন কোন ব্যাটিং কোচ ছিল না। এ কারণেই আমরা সালাউদ্দিনকে এক মাসের জন্য ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেয়ার চিন্তা করছি। তবে বিষয়টা বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের কাছে দেয়া হয়েছে। আগামী বোর্ড মিটিংয়েই তার নিয়োগ চূড়ান্ত হয়ে যাবে।`
আইএইচএস/এবিএস