ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ভুল বুঝাবুঝিতেই এতগুলো রানআউট!

প্রকাশিত: ০১:১১ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৬

শ্রীলংকার দেওয়া ২১৪ রান তাড়া করতে নেমে সাত উইকেট হারিয়ে জয় পেলো বাংলাদেশের যুবারা। ফলে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে তৃতীয় স্থান নিশ্চিত করে টাইগাররা; কিন্তু ম্যাচে তিনটি রানআউট সহজ ম্যাচকে জটিল করে তুলেছিল। ম্যাচ শেষে রানআউটের ব্যাখ্যা দেন দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। কিছুটা স্নায়ুচাপ এবং কিছুটা ভুল বুঝাবুঝির জন্য এমনটা হয়েছে বলে জানান তিনি।

শনিবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ম্যাচ শেষে মিরাজ বলেন, ‘আমি আউট হই, যখন দৌড় দিছি বলটাও বের হয়ে যায়। মাঝপিচে গিয়ে স্লিপ কাটলে আমি পড়ে যাই। উঠে দৌড় দিলে শেষ মুহুর্তে আবারও স্লিপ কাটছি। ফলে আমি রান আউট হয়েছি। যদি স্লিপ না কাটতাম তাহলে বেঁচে যেতাম। আর শান্তর যেটা হয়েছে, হৃদয় একটু লেট করছে কল করতে। তখন বল হাতে চলে গেছে। আমরা চাপে পড়ে গিয়েছিলাম; কিন্তু ওরা সবাই শেষ দিকে ভালো কাভার করেছে। সাইফউদ্দিন, জাকের আলী ভালো খেলেছে।’

এদিন ব্যক্তিগত ৫৩ রানে রানআউট হন মিরাজ। আর ৪০ রান করে আউট হন নাজমুল হোসেন শান্ত। এই দুই ব্যাটসম্যানের রানআউটে দারুণ চাপে পগে যায় বাংলাদেশ। তবে শেষ দিকে শফিউল হায়াত এবং সাইফুদ্দিন সে চাপ সামলে নেন। তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ব্যক্তিগত ১৯ রানে রানআউট হন সাইফুদ্দিন।’

আরটি/আইএইচএস/এবিএস