ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

শ্বাসরূদ্ধকর ম্যাচে জয় পেলো ওমান

প্রকাশিত: ০৮:০৬ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৬

এশিয়া কাপে প্রথমবারেরমত অংশ নিতে এসেই জয় পেয়ে গেলো মধ্যপ্রাচ্যের দেশ ওমান। ফতুল্লার শেখ সাহেব ওসমান আলি স্টেডিয়ামে হংকংকে শ্বাসরূদ্ধকর ম্যাচে মাত্র ৫ রানের ব্যবধানে হারিয়ে মূল পর্বে ওঠার পথে এক ধাপ এগিয়ে গেলো ওমান।

ম্যাচটি হয়েছিল বেশ নাটকীয়। হংকংয়ের সামনে ৫ উইকেট হারিয়ে ১৮১ রানের লক্ষ্য বেধে দিয়েছিল ওমান। জবাবে বাবর হায়াতের দুর্দান্ত এক সেঞ্চুরির সুবাধে দারুণ লড়াই গড়ে তুলেছিল হংকং; কিন্তু দুর্ভাগ্য। শেষ মুহূর্তে গিয়ে মাত্র ৫ রানের ব্যবধানে হেরে গেলো তারা। বৃথা গেলো বাবর হায়াতের সেঞ্চুরি। ৬০ বলে গড়া ১১২ রানের ইনিংসটি আর কাজেই লাগলো না। হংকং থেমে গেলো ৭ উইকেটে ১৭৫ রানে।

জয়ের জন্য শেষ ২ ওভারে প্রয়োজন ছিল ১৮ রান। ক্রিজে ছিলেন সেঞ্চুরিয়ান বাবর হায়াত। কিন্তু ওমানের বোলার বিলাল খান ১৯তম ওভারে দিলেন মাত্র ৩ রান। ওই ওভারেই হংকংকে ম্যাচ থেকে ছিটকে দেয়। শেষ ওভারে প্রয়োজন ছিল ১৫ রান। প্রথম তিন বল থেকে চার রান নেয়ার পর চতুর্থ বলে গিয়ে আউট হয়ে যান বাবর। বাকি আশাও শেষ হয়ে যায় হংকংয়ের। শেষ দুই বলে ৫ রান নিলেও কোন লাভ হলো না তাদের। বরং, পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় হংকংকে।

বাবর হায়াত ছাড়া হংকংয়ের আর কোন ব্যাটসম্যানই অবশ্য ক্রিজে দাঁড়াতে পারেনি। বাবরকে কেউ যদি ভালো সঙ্গ দিতে পারতো তাহলে জয় হংকংয়েরই ছিল। বাকি ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ১৫ রান করেন আইজাজ খান। তার আগে দিবা-রাত্রির এই ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ওমান। জতিন্দর সিংয়ের ৪২, আমির আলির ১৩ বলে ৩২ এবং মেহরান খানের ১৬ বলে ২৮ রানের ওপর ভর করে ওমান তোলে ৫ উইকেট হারিয়ে ১৮০ রান।

আইএইচএস/এসকেডি