ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

মাশরাফির মায়ের মোনাজাত (ভিডিও)

প্রকাশিত: ০৪:০৮ পিএম, ০৫ মার্চ ২০১৬

এশিয়া কাপের শিরোপার লড়াইয়ে রোববার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত। দুই প্রতিবেশী দেশের এ লড়াইয়ে বাংলাদেশের জয়ের জন্য দোয়া মোনাজাত করছেন মারশাফির মাতা হামিদা মোর্তজা।

বাংলাদেশের অধিনায়ক মারশাফি বিন মর্তুজার মাতা বলেন, আমি নামাজ আদায় করে দোয়া করছি,করবো যাতে বাংলার ছেলেরা এশিয়া কাপে ভারতকে হারিয়ে জয় ছিনিয়ে আনতে পারে। তিনি আরো বলেন আমি খেলার সময় টেনশনে বসতে পারিনা হাটাহটি করি।

এদিকে এশিয়া কাপের ফাইনাল ম্যাচ নিয়ে মারশাফির নড়াইলে উৎসব ও  মিছিল করছে ক্রিকেট ক্ষুদে ক্রিকেটাররা।



হাফিজুল নিলু/এমআর/আরআইপি