ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

বিশ্বকাপে ভারতের চেয়ে এগিয়ে নিউজিল্যান্ড : গম্ভীর

প্রকাশিত: ০৬:০৫ এএম, ০৮ মার্চ ২০১৬

এশিয়া কাপের শিরোপা জিতে দেশে ফিরেছে ভারত। এবার তাদের লক্ষ্য দেশের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা পুনরুদ্ধার। এ লক্ষ্যে সঠিক ভাবেই এগিয়ে যাচ্ছে ধোনি বাহিনী। তবে ঘরের মাঠে অনুষ্ঠিত বিশ্বকাপে ভারতের চেয়ে এগিয়ে নিউজিল্যান্ডকেই এগিয়ে রাখছেন ভারতের সাবেক তারকা ব্যাটসম্যান গৌতম গম্ভীর।    

বিশ্বকাপ শুরুর আগের দিন দিল্লিতে এক অনুষ্ঠানে গম্ভীর বলেন, সবাই ঘরের মাঠে ভারতকে এগিয়ে রাখলেও আমার কাছে ফেভারিট নিউজিল্যান্ড। যেমন দারুণ ব্যাটিং লাইন-আপ, তেমনই দুরন্ত পেস-স্পিন আক্রমণ আছে ওদের। সাথে ফিল্ডিংও দুর্দান্ত। সবচেয়ে ব্যালান্সড দল তারা।

এদিকে জিম্বাবুয়ে- হংকং ম্যাচের মধ্য দিয়ে আজ পর্দা উঠছে টি-টোয়েন্টি বিশ্বকাপের জমজমাট ষষ্ঠ আসরের। নাগপুরে বিদর্ভ স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩ টায় ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের এই টুর্নামেন্টটি। একই দিন অপর ম্যাচে মুখোমুখি হবে ওমান এবং আয়ারল্যান্ড। আর মূল পর্বের খেলা শুরু হবে আগামী ১৬ মার্চ থেকে।

এমআর/পিআর