ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

এফএ কাপের কোয়ার্টারে আর্সেনাল

প্রকাশিত: ০৭:০৫ এএম, ০৯ মার্চ ২০১৬

বড় জয় দিয়ে এফএ কাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ইংলিশ জায়ান্ট আর্সেনাল। অলিভিয়ে জিরুদ ও থিও ওয়ালকটের জোড়া গোলে হালসিটিকে ৪-০ গোলে হারিয়ে টুর্নামেন্টের শেষ আট নিশ্চিত করে আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা।

নিজেদের মাঠে গোল শূন্যের হতাশা নিয়ে মঙ্গলবার এফ এ কাপের শেষে আটের লড়াইয়ে হালসিটির মাঠে নামে আর্সেনাল। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক হয়ে খেলতে থাকে জিরুদ-ওয়ালকটরা। তবে গোলের জন্য অপেক্ষা করতে হয় ৪০ মিনিট পর্যন্ত। ম্যাচের ৪১ মিনিটে ডেভিড মেইলারের হাস্যকর ভুলে পিছিয়ে পড়ে হাল সিটি। গোলরক্ষকের উদ্দেশে বল বাড়ানোর সময় মেইলার বুঝতেই পারেননি সুযোগসন্ধানী জিরুদ বক্সের মধ্যে! লক্ষ্যভেদ করতে একটুও ভুল হয়নি ফ্রান্সের এই ফরোয়ার্ডের। ফলে ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় গানাররা।

বিরতিতে থেকে ফিরে আবারো গোল ব্যবধান বাড়াতে জোর চেষ্টা চালিয়ে যায় আর্সেনাল। ম্যাচের ৭০ মিনিটে নিজেদের মধ্যে বল দেওয়া-নেওয়া করে ওয়ালকটের ক্রস থেকে গোল করে ব্যবধান দিগুণ করেন জিরুদ। ৭৬ মিনিটে গোল করে আর্সেনালের কোয়ার্টার ফাইনাল প্রায় নিশ্চিত করেন ওয়ালকট। জোয়েল ক্যাম্পবেলের অ্যাসিস্ট থেকে মাপা শটে প্রতিপক্ষের গোলবারে বল জড়ান ইংলিশ এই ফরোয়ার্ড।

আর ম্যাচের ৮০ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলকে ৪-০ গোলের বড় জয় এনে দেন ওয়ালকট। শেষ আটে আর্সেনালের প্রতিপক্ষ ওয়াটফোর্ড।

এমআর/এমএস