ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

বড় ব্যবধানে জিততে চায় আফগানিস্তান

প্রকাশিত: ০২:৫৩ পিএম, ০৯ মার্চ ২০১৬

টি২০ বিশ্বকাপের গ্রুপ ‘বি’-এর নিজেদের দ্বিতীয় ম্যাচে বড় ব্যবধানে জয়ের লক্ষ্যে বৃহস্পতিবার হংকংয়ের মুখোমুখি হচ্ছে আফগানিস্তান। প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়ে ফুরফুরে মেজাজে গ্রুপ ‘বি’ এর অন্যতম ফেভারিট আফগানিস্তান। অন্যদিকে প্রথম ম্যাচ হেরে কিছুটা চাপে হংকং।

যদিও গ্রুপ নির্ধারনী ম্যাচে এক কঠিন সমীকরণে পড়তে হচ্ছে আফগানিস্তানকে। গ্রুপ ‘বি’ এর প্রথম ম্যাচে হংকংকে ১৪ রানে পরাজিত করে জিম্বাবুয়ে। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে ১৪ রানে হারায় করে আফগানিস্তানও। ফলে দু`দলেরই পয়েন্ট সমান সমান।

দ্বিতীয় রাউন্ডে উঠতে হলে আফগানিস্তানকে বড় ব্যবধানে জিততে হবে। ভালো খেলে দ্বিতীয় রাউন্ডে উঠার ব্যাপারে আশাবাদী আফগান অধিনায়ক আসগর স্টানিকজাই।

আরএ/আএইচএস/এবিএস

আরও পড়ুন