ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

আজও ঝড় তুলবেন তামিম

প্রকাশিত: ১১:১০ এএম, ১৩ মার্চ ২০১৬

ধর্মশালার বৃষ্টি বেশ তাতিয়ে তুলেছে সকলকে। বৃষ্টির কারণে একের পর এক ম্যাচ ভেসে যাচ্ছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ওমানের বিপক্ষে লড়বে বাংলাদেশ দল কিন্তু বৃষ্টির আশংকায় সে ম্যাচ হওয়া নিয়েও দেখা দিয়েছে ঘোর সংশয়। যদি বৃষ্টি কমেও, তাহলে তামিমের ব্যাটে যে রানের বৃষ্টি হচ্ছে তা কী আদৌ কমবে?
 
বিধ্বংসী ফর্মে থাকা তামিমকে আটকানো যে খুব কষ্ট হবে সেটা আগে থেকেই জানে ওমানের বোলাররা। তামিমকে নিয়ে আলাদা কৌশলও আঁটছে তারা; কিন্তু মুস্কিল হলো, তামিম যে আক্রমণাত্মক ফর্মে রয়েছেন এবং যে ভঙিতে ব্যাট করছেন, তাতে কি শেষ রক্ষা হবে নবাগত ওমানের? পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বিশ্বের সেরা সেরা বোলারদের মোকাবেলা করে টুর্নামেন্টের সেরা পাঁচ ব্যাটসম্যানের একজন হয়েছিলেন তামিম। বোলারদের প্রাধান্য যে উইকেটে, সেখানেও প্রতিপক্ষ দলের বোলারদের একের পর এক নাস্তানাবুদ করেছেন তিনি।

একদিন বয়সী প্রথম সন্তানকে ব্যাংককে রেখে এশিয়া কাপ খেলতে ঢাকায় ফিরেছিলেন তিনি। ফলে, এশিয়া কাপে গ্রুপ পর্বের শেষ এবং ফাইনাল- এই দুই ম্যাচে ভালো করতে পারেননি তিনি। তবে, বিশ্বকাপের মত বড় মঞ্চ যেন তামিমের জন্যই তৈরী। ৯ বছর আগে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে (২০০৭ বিশ্বকাপে) যেভাবে তামিমের ব্যাট বিধ্বংসীরূপে ধরা দিয়েছিল প্রতিপক্ষ ব্যাটসম্যানদের সামনে, ঠিক একই রূপে যেন ভারতের মাটিতেও।

ধর্মশালায় যেন নিজেকে স্বরূপে ফিরে পেয়েছেন তামিম। বিশ্বকাপের দু’টি ম্যাচে এখন পর্যন্ত রান করেছেন ১৩০। আয়ারল্যান্ডের বিপক্ষে তার ২৬ বলে ৪৭ রানের ঝড়ো ইনিংসটি ভয় ঢুকিয়ে দিয়েছে ওমান শিবিরে। এর আগে নেদারল্যান্ডের বিপক্ষে অপরাজিত ৮৩ রানের ইনিংসটি এখন পর্যন্ত বিশ্বকাপের সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। বাঁচা-মরার লড়াইয়ে ওমানের বিপক্ষে জয় ছাড়া অন্য কিছু ভাবছে না বাংলাদেশ দল। সেক্ষেত্রে অনেকাংশেই তামিমের ব্যাটের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে বাংলাদেশ দলকে। আর ফর্মের ধারাবাহিকতায় আজও যে তামিম ব্যাট জ্বলে উঠবে, তাতে কোন সন্দেহ নেই বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের।

আরআর/আইএইচএস/আরআইপি

আরও পড়ুন