ভারত-পাকিস্তান ম্যাচে বাউন্ডারিতে দুই বল
দিল্লির ফিরোজ শাহ কোটলায় শনিবার (১৯ মার্চ) মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান নারী দল। ম্যাচের মাঝপথে মুষলধারে বৃষ্টির বাধায় ম্যাচটি আর মাঠেই গড়ায়নি। ফলে ডার্কওয়ার্থ-লুইস পদ্ধতিতে পাকিস্তানকেই ২ রানে জয়ী ঘোষণা করেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট।
ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ভারতের নারী দল। এ সময় ঘটে এক অন্যরকম ঘটনা। ভারতের নারী ক্রিকেটার ভিডা পাকিস্তানি বোলারের বলে বাউন্ডারি মারেন। এ সময় বাউন্ডারি লাইনে এক সাথে দুটি বল দেখা যায়। বিষয়টি সবার নজরে আসে যখন ওই বলটির রিভিউ দেখানো হয়।
এদিকে বাউন্ডারিতে বাড়তি বল পড়ে থাকার বিষয়টিকে আয়োজকদের গাফিলতি বলে মনে করছেন ক্রিকেট সংশ্লিষ্টরা।
আরএ/এমআর/এমএস