ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

আফগানদের সামনে কোণঠাসা ওয়েস্ট ইন্ডিজও

প্রকাশিত: ১২:০৭ পিএম, ২৭ মার্চ ২০১৬

পুঁজি মাত্র ১২৩ রান। তবুও সুপার টেনের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচে জয়ের আশায় বোলিংয়ে নামে আফগানিস্তান। মাত্র দশ ওভারের ভেতরেই ওয়েস্ট ইন্ডিজের উপরের সারির তিন ব্যাটসম্যানকে সাজঘরে ফেরায় আফগান বোলাররা। এক পর্যায়ে দলের তিন উইকেট পড়ে গিয়েছিল ৩৮ রানের মাথায়।

সেখান থেকে ইনিংস মেরামতের কাজ চালাচ্ছেন দীনেশ রামদিন এবং ডোয়াইন ব্রাভো। তাছাড়া ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যান আন্দ্রে ফ্লেচার ব্যাটিংয়ের সময় হ্যামস্ট্রিং ইনজুরিতে পরে রিটায়ার্ড হার্ট হন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ তিন উইকেট হারিয়ে দশ ওভারে ৫৯ রান। জয়ের জন্য আরো প্রয়োজন ৬৬ রান। হাতে রয়েছে সাত উইকেট। এই ম্যাচ জিতলে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে পৌছে যাবে ড্যারেন স্যামির দল।
 
আরআর/আইএইচএস/আরআইপি

আরও পড়ুন